
জয়পুর: রাজস্থানের রাজধানী জয়পুরে শুক্রবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল সাংবাদিক কলোনি (Journalist Colony) এলাকা। একটি বিলাসবহুল সাদা অডি গাড়ি প্রচণ্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথ এবং রাস্তার ধারের দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার সময় এলাকাটি কার্যত রণক্ষেত্রের রূপ নিয়েছিল।
কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা?
প্রাথমিক পুলিশি তদন্তে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে খরাবাস সার্কেলের কাছে অডি গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এরপর দিক পরিবর্তন করে সেটি সরাসরি ফুটপাথে উঠে পড়ে এবং প্রায় ৩০ মিটার এলাকা জুড়ে একের পর এক ভ্রাম্যমাণ খাবারের স্টল ও ঠেলাগাড়িকে দুমড়ে-মুচড়ে দেয়। ইমপ্যাক্ট এতটাই তীব্র ছিল যে, একটি দাঁড়িয়ে থাকা গাড়ি উল্টে যায় এবং এক ডজনেরও বেশি অস্থায়ী দোকান চুরমার হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী বিজয় চৌধুরী জানান, গাড়িটি ঝড়ের গতিতে এসে মানুষজনকে পিষে দিতে থাকে। পালানোর সুযোগটুকুও পাননি কেউ। নিহত ব্যক্তির নাম রমেশ বৈরওয়া (Ramesh Bairwa), যিনি একটি খাবারের দোকানে সহকারীর কাজ করতেন।
উদ্ধারকার্য ও প্রশাসনের পদক্ষেপ Jaipur Audi accident
ঘটনার খবর পেয়েই মুহানা (Muhana) ও সাংবাদিক কলোনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে সোয়াই মান সিং (SMS) হাসপাতাল ও জয়পুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহানা থানার এসএইচও গুরুভূপেন্দ্র সিং জানিয়েছেন, চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে তাঁদের জোরালো সন্দেহ রয়েছে। গাড়িটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গাড়ির ভেতরে মোট চারজন ছিল। তাদের মধ্যে একজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পলাতক। পুলিশ সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।
জনরোষ ও নিরাপত্তার প্রশ্ন
জয়পুরে ইদানীংকালে বিলাসবহুল গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে চালানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা মদ্যপান করে গাড়ি চালানো এবং গতিসীমা লঙ্ঘনের বিরুদ্ধে আরও কড়া আইনের দাবি তুলেছেন। গত বছরের শেষভাগেও একজন প্রাক্তন মন্ত্রীর ছেলের এই ধরণের বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায় শহর উত্তাল হয়েছিল।
Bharat: A speeding Audi driven by Dinesh Ranwa plowed into stalls in Jaipur’s Journalist Colony, killing 1 and injuring 16. Police suspect drunk driving and street racing. CM Bhajanlal Sharma ordered top medical care for the victims at SMS Hospital.










