জয়পুর–আজমের হাইওয়েতে পার্ক করা LPG ট্রাকে ট্যাঙ্কারের ধাক্কা, ভয়াবহ বিস্ফোরণে মৃত ১

জয়পুর: রাজস্থানের জয়পুর-আজমের জাতীয় সড়কে মঙ্গলবার গভীর রাতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। একটি কেমিক্যাল-ভর্তি ট্যাঙ্কারের সঙ্গে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর মুহূর্তে আগুন ধরে…

Jaipur-Ajmer Highway explosion

জয়পুর: রাজস্থানের জয়পুর-আজমের জাতীয় সড়কে মঙ্গলবার গভীর রাতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। একটি কেমিক্যাল-ভর্তি ট্যাঙ্কারের সঙ্গে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর মুহূর্তে আগুন ধরে যায়। আগুনের তাপে একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণ ঘটতে থাকে। রাতের নিস্তব্ধতা চিরে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় বিস্ফোরণের শব্দ। এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন অন্তত দু’ থেকে তিন জন, যাঁদের মধ্যে রয়েছেন ট্যাঙ্কার চালকও।

Advertisements

যান চলাচল বন্ধ

ঘটনাটি ঘটেছে জয়পুরের মৌজমাবাদ তহসিলের সাওয়ারদা পুলিয়ার কাছে। দুর্ঘটনার পর পুরো হাইওয়েতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছয়। জয়পুর রুরাল পুলিশের আইজি রাহুল প্রকাশ জানান, “রাস্তার ধারের এক ধাবার কাছে কয়েকটি ট্রাক ও ট্রেলার পার্ক করা ছিল। সেই সময় রাসায়নিক বোঝাই ট্যাঙ্কারটি এসে এক ট্রাককে ধাক্কা মারে। গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ট্যাঙ্কারেও আগুন ধরে যায়।”

বিজ্ঞাপন

রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেমচন্দ বৈরও দুর্ঘটনাস্থলের পথে সাংবাদিকদের জানান, “একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা মারার পর আগুন লাগে। দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী বড়সড় কোনও প্রাণহানি হয়নি। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে, অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে উপস্থিত।”

এক্স-এ (X) পোস্ট মুখ্যমন্ত্রীর Jaipur-Ajmer Highway explosion

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স-এ (X) পোস্ট করে লিখেছেন, “জয়পুর রুরালের মৌজমাবাদ থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দমকল ও বিপর্যয় ব্যবস্থাপনা দল উদ্ধারকার্যে নিয়োজিত রয়েছে। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।”

পুলিশ, প্রশাসন ও দমকলের দল রাতভর তৎপর থেকে উদ্ধার ও ত্রাণকার্য চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।