জেলে অনিয়মের অভিযোগে তোলপাড় কর্নাটক, সিদ্দারামাইয়াকে ঘিরে বিজেপির তীব্র ক্ষোভ

Karnataka Legislators’ Meet Turns Heated Over Financial Crunch, Slack Officials
Karnataka Legislators’ Meet Turns Heated Over Financial Crunch, Slack Officials

কর্নাটকের (Bihar Election)  জেলে ফের চাঞ্চল্যকর দৃশ্য। রাজ্যের এক কারাগারের অন্দরে বন্দিদের হাতে মোবাইল ফোন, মদের বোতল এবং পার্টির ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প। বিজেপি ইতিমধ্যেই এই ঘটনার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগ দাবি করেছে এবং তাঁর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিয়োটি কর্নাটকের একটি সেন্ট্রাল জেল থেকে ছড়িয়েছে। সেই ভিডিয়োতে দেখা যায়, কয়েকজন বন্দি জেলের ভেতরেই মদ্যপান করছে, গানে গানে চলছে পার্টির আসর। কারও হাতে মোবাইল ফোন, কেউ আবার সেই ফোনে ভিডিয়ো রেকর্ড করছে। অথচ সেই সময় জেলের নিরাপত্তারক্ষী বা কর্তৃপক্ষের কোনও তৎপরতা চোখে পড়েনি। ফলে প্রশ্ন উঠেছে— এতসব অনিয়ম চলছিল কীভাবে, এবং কারা এর পেছনে যুক্ত? ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেখায় বিরোধী দল বিজেপি। তাদের অভিযোগ, রাজ্যে আইনের শাসন কার্যত ভেঙে পড়েছে। জেলে বন্দিরা যদি এমনভাবে পার্টি করতে পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিজেপির মুখপাত্র বলেন, “এই ঘটনা প্রমাণ করে কর্নাটক সরকার সম্পূর্ণ ব্যর্থ। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না। জেলে দুর্নীতি এবং প্রশাসনিক শিথিলতার দায় তাঁকেই নিতে হবে।”

   

বিজেপির তরফে আরও অভিযোগ করা হয়, জেলের ভেতর এমন অনিয়ম উচ্চপর্যায়ের যোগসাজশ ছাড়া সম্ভব নয়। কারাগারে মদ ও মোবাইল ঢোকার অর্থ, নিরাপত্তা ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। বিজেপি জানিয়েছে, তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি নেওয়া হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন