বাজেট নিয়ে চর্চায় নেই বিরোধীরা, ‘গণতন্ত্র বিপদের মুখে পড়বে’, আশঙ্কা ধনখড়ের

কেন্দ্রীয় বাজেট নিয়ে রীতিমতো ফুঁসছে বিরোধীরা। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে রাজ্যসভার বিরোধী সাংসদরা ওয়াকআউট করেছেন। আর এই প্রসঙ্গে এবার ক্ষোভে ফেটে পড়লেন খোদ স্পিকার জগদীপ ধনখড়…

কেন্দ্রীয় বাজেট নিয়ে রীতিমতো ফুঁসছে বিরোধীরা। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে রাজ্যসভার বিরোধী সাংসদরা ওয়াকআউট করেছেন। আর এই প্রসঙ্গে এবার ক্ষোভে ফেটে পড়লেন খোদ স্পিকার জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। তিনি বললেন, ‘এভাবে চলতে থাকলে গণতন্ত্র বিপদের মুখে পড়ে যাবে।’

তিনি বলেন, “মাননীয় সদস্যবৃন্দ, আজ বাজেট নিয়ে আলোচনা তালিকাভুক্ত করা হয়েছে এবং আমি বিরোধী দলনেতাকে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম এই আশায় যে নিয়মগুলি অনুসরণ করা হবে। আমার মনে হয় সুযোগকে কৌশল হিসাবে ব্যবহার করা হয়েছে।”

   

এরপর সকলের উদ্দেশ্যে জগদীপ ধনখড় আরও বলেন, ‘আমি আপনাদের কাছে দৃঢ়ভাবে অনুরোধ করছি। বিশৃঙ্খলা ও অশান্তিকে যদি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হয়, যেমনটা এখন করা হচ্ছে, তাহলে গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। সংসদ সাংবিধানিক ও গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতার দুর্গ। আমি সত্যিই অবাক হয়েছি যে আজ এবং তার পরের দিনগুলিতে, যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা উপস্থাপিত বাজেট বিবেচনা করার যথেষ্ট সুযোগ পাব।’

উল্লেখ্য, আজ সংসদের বাদল অধিবেশনের তৃতীয় দিন। আজ রাজ্যসভায় বাজেট নিয়ে আলোচনা চলছে। সাধারণ বাজেট নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। কংগ্রেসের দাবি, বাজেটের মাধ্যমে মোদী সরকার রাজ্যগুলির প্রতি বৈষম্য করেছে। একই সঙ্গে আজ সংসদের কার্যক্রম শুরুর আগেই বিরোধীরা সরকারের বিরুদ্ধে রীতিমতো এক অঘোষিত ‘যুদ্ধ’-র ঘোষণা করে দিয়েছে।

এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটকে পক্ষপাতদুষ্ট এবং গরিব-বিরোধী বলে বর্ণনা করেছেন। এই পরিস্থিতিতে আজ এই বিষয়গুলি নিয়ে সংসদে হইচই হতে পারে বলে মনে হচ্ছে।