উপরাষ্ট্রপতি ধনখড়ের দাবি, ‘আমি বিবাহিত তাই মাথা গরম করি না’

রাজ্যসভায় বক্তব্য রাখার মাঝে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকারকে খোঁচা দিয়ে বলেন, ‘মনে হয় কাল রেগে ছিলেন, তাই গতকালই বলা বিষয়টা…

উপরাষ্ট্রপতি ধনখড়ের দাবি, 'আমি বিবাহিত তাই মাথা গরম করি না'

রাজ্যসভায় বক্তব্য রাখার মাঝে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকারকে খোঁচা দিয়ে বলেন, ‘মনে হয় কাল রেগে ছিলেন, তাই গতকালই বলা বিষয়টা সেভাবে খেয়াল নেই।’ পাল্টা বিবাহিত জীবনের প্রসঙ্গ টেনে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন ধনকড়।

মল্লিকার্জুন খাড়গের খোঁচায় জগদীপ ধনকড়ের পাল্টা, ‘আমি বিবাহিত। গত ৪৫ বছর ধরে। তাই মাথা গরম করিনা। কখনও মাথা গরম করিনি। আপনিও মাথা গরম করবেন না। আর আমার পেশার পি চিদম্বরম (আইনজীবী) এখানে রয়েছেন, উনিও সহমত পোষণ করবেন আমাদের পেশা শিখিয়েছে মাথা গরম করতে নেই।’ পাল্টা মল্লিকার্জুন খাড়গের গলায় শোনা যায়, ‘মনে হয় রাগ কীভাবে না দেখানো যায়, সেটা আপনি ভালই জানেন। রাগ করেন, কিন্তু সেটা প্রকাশ করেন না।’

প্রসঙ্গত, গতকাল রাজ্যসভার স্পিকার তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক। বিরোধীরা বারবার সংসদে হাজির হয়ে প্রধানমন্ত্রীর মণিপুর ইস্যুতে বক্তব্য রাখার দাবি জানালেও তিনি প্রধানমন্ত্রীকে হাজির হতে ‘নির্দেশ’ দিতে পারেন না বলেই জানিয়েছিলেন ধনকড়। উঁচু গলায় বিরোধীদের স্তব্ধ করতেও দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালকে।

Advertisements

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সংঘাতে এবার জগদীপ ধনকড়ের তুলনা টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ধনকড় ঝগড়া করতেন, কিন্তু এরকম করেননি। ইনি মুখোশের আড়ালে বিজেপি যা বলছেন, তাই করছেন।”