ইতিহাসে প্রথম! পুরীতে ব্যতিক্রমী দৃশ্য, জগন্নাথ রথেই উঠলেন না, গড়াল না চাকা

after-15-days-of-closure-digha-jagannath-temple-reopens-gates-for-devotees
after-15-days-of-closure-digha-jagannath-temple-reopens-gates-for-devotees

পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা মানেই ভক্তদের অপরিসীম উন্মাদনা, উৎসবের আবহ, আর ধর্মীয় আবেগের চরম প্রকাশ। কিন্তু এবারের রথযাত্রা যেন সেই আবেগে খানিকটা জল ঢেলে দিল। শুক্রবার, রথযাত্রার মূল দিনে, জগন্নাথের রথ মন্দির চত্বর ছাড়িয়ে মাসির বাড়ি, গুণ্ডিচা মন্দিরের দিকে রওনা দিতে পারেনি। ইতিহাসে এই ঘটনা প্রায় নজিরবিহীন।

সূত্রের খবর অনুযায়ী, যখন রথ টানার পালা শুরু হয়, তখন জগন্নাথের রথ নন্দীঘোষের রশিতে টান পড়তেই ব্যারিকেড ভেঙে প্রায় ১০০-রও বেশি মানুষ ঢুকে পড়ে রথের আশপাশে। বিশৃঙ্খল পরিস্থিতির জেরে প্রশাসন রথ থামিয়ে দেয়। যদিও নিয়ম মেনে রথ কিছুটা টানা হয়, তবে তা কয়েক ইঞ্চির বেশি নয়। এর আগে কখনও এত কম দূরত্ব অতিক্রম করেনি নন্দীঘোষ রথ।

   

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে সন্ধ্যা সাড়ে সাতটায় রথযাত্রা স্থগিত করতে বাধ্য হন তারা। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর রথ টানা যায় না। যদিও বলরাম ও সুভদ্রার রথ কিছুটা এগিয়ে দেওয়া হয়, কিন্তু জগন্নাথের রথ সেই সৌভাগ্য পায়নি।

আজ শনিবার সকালে ফের শুরু হবে রথ টানার আয়োজন। সকাল ৯.৩০ নাগাদ রথ টানা শুরু হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় উপচে পড়ছে। সেবাইতরা ক্ষুব্ধ, এবং তাঁরা প্রশাসনের অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন। বহু ভক্ত এই ঘটনাকে অশুভ লক্ষণ বলেও মনে করছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন