১৯৯ কোটি করছাড়ে কংগ্রেসকে ধাক্কা, দাবি খারিজ ITAT-র

political-tensions-rise-as-congress-moves-supreme-court-over-sir-issue

২০১৮-১৯ অর্থবর্ষে আয়কর ছাড়ের দাবিতে কংগ্রেসকে কোনও রকম ছাড় দেওয়া যাবে না—সাফ জানিয়ে দিল ইনকাম ট্যাক্স আপিল ট্রাইব্যুনাল(ITAT)।

Advertisements

দলের আয়কর রিটার্ন দেরিতে দাখিল এবং আইনি সীমার ঊর্ধ্বে নগদ অনুদান গ্রহণের অভিযোগে তাদের ১৯৯ কোটি টাকার করছাড়ের দাবি খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল।

   

ITAT জানিয়েছে, “২.০২.২০১৯ তারিখে দাখিল করা করদাতার রিটার্নটি ‘নির্ধারিত’ তারিখের মধ্যে নেই যা তাকে আপত্তিজনক ছাড়ের জন্য যোগ্য করে তোলে।”

প্রসঙ্গত, কংগ্রেস ওই অর্থবর্ষে শূন্য আয় দেখিয়ে ১৯৯.১৫ কোটি টাকার করছাড় দাবি করেছিল। কিন্তু পরে তদন্তে জানা যায়, দলটি নগদে ১৪.৪৯ লক্ষ টাকার অনুদান পেয়েছিল, যেখানে প্রতি দাতার অনুদান ২০০০ টাকার বেশি হওয়া আইনবিরুদ্ধ। কারণ, আইনের নিরিখে ২০০০ টাকার বেশি অনুদান চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করাই বাধ্যতামূলক।

Advertisements

এই অনিয়মের ভিত্তিতে আয়কর দফতর পুরো টাকার উপর কর চাপায় এবং ২০২১ সালে কংগ্রেসের করছাড়ের আবেদন বাতিল করে। পরে ২০২৩ সালের মার্চে আয়কর কমিশনার (আপিল) সেই সিদ্ধান্ত বহাল রাখেন।

কংগ্রেস আইটিএটির কাছে আপিল করলেও ট্রাইব্যুনাল কোনও অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেয়নি এবং অবশেষে ছাড়ের দাবি পুরোপুরি খারিজ করে দেয়।