AI ব্যবহার করে মহিলাদের অশ্লীল ছবি তৈরির অভিযোগে বহিষ্কৃত IT ছাত্র

ভোপাল: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যেমন মানুষের জীবনকে সহজ করেছে। অপরদিকে কু-মতলবকারীদের হাতে পড়লে এই কৃত্রিম বুদ্ধিমতাই যে কি ভয়ংকর অপরাধের মাধ্যম হয়ে উঠতে পারে তার…

ভোপাল: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যেমন মানুষের জীবনকে সহজ করেছে। অপরদিকে কু-মতলবকারীদের হাতে পড়লে এই কৃত্রিম বুদ্ধিমতাই যে কি ভয়ংকর অপরাধের মাধ্যম হয়ে উঠতে পারে তার সাক্ষী থাকল ছত্তিসগড়ের একটি আইটি কলেজ। জানা গিয়েছে AI ব্যবহার করে প্রায় ৩৬ জন মহিলার ১০০০-এরও বেশি অশ্লীল ছবি তৈরি করেছে ভোপালের একটি আইটি (IT) কলেজের এক পড়ুয়া।

Advertisements

বিলাসপুরের ওই ছাত্র ছত্তিসগড়ের নয়া রাইপুরের ইন্টারন্যাশানাল ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি কলেজে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের তৃতীয় বর্ষে পাঠরত ছিল। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে সোমবার ৩৬ জন ছাত্রী অভিযোগ দায়ের করার পর তাঁরা ওই ছাত্রের কর্মকাণ্ডের বিষয়ে জানতে পারেন।

বিজ্ঞাপন

তদন্ত কমিটি গঠন করা হয়েছে

কলেজের রেজিস্ট্রার অধ্যাপক শ্রীনিবাস বলেন, “গত ৬ অক্টোবর কয়েকজন ছাত্রী এই বিষয়ে অভিযোগ করে। এরপর, একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং কিছু কর্মী তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রের ঘর তল্লাশি করে। ছাত্রের ল্যাপটপ, মোবাইল ফোন এবং পেনড্রাইভ নিয়ে নেওয়া হয়”। তিনি আরও জানান, তদন্তের জন্য মহিলাদের সমন্বয়ে তিন সদস্যের একটি কর্মী কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগকারী শিক্ষার্থীদের অভিভাবকদেরও সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। কোনও ব্যক্তিগত তথ্য যাতে ফাঁস না হয় তা নিশ্চিত করার জন্য আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই পড়ুয়ার ল্যাপটপ, মোবাইল ও পেন ড্রাইভ থেকে মহিলাদের এক হাজারেরও বেশি এআই দ্বারা নির্মিত অশ্লীল ছবি পাওয়া গেছে।

লিখিত পুলিশি অভিযোগের অপেক্ষা

স্থানীয় রাখি থানার প্রমুখ আশিস রাজপুত জানিয়েছেন, ঘটনার লিখিত অভিযোগের অপেক্ষা করছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষ বা ছাত্রীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলেই ওই ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ নেবে পুলিশ। আশিস রাজপুত বলেন, “আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং ঘটনাটি খতিয়ে দেখছি। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হবে।” ছাত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবী জানিয়েছেন ছাত্রীরা।