ISRO-র মুকুটে নয়া পালক, অবশেষে লঞ্চ হল EOS-08 মিশন

আবারও একবার ইসরো (ISRO)-র মুকুটে নয়া পালক জুড়ল। স্বাধীনতা দিবসের পরের দিনই এক বড় মিশন পরিচালনায় সাফল্য পেল ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো আজ…

আবারও একবার ইসরো (ISRO)-র মুকুটে নয়া পালক জুড়ল। স্বাধীনতা দিবসের পরের দিনই এক বড় মিশন পরিচালনায় সাফল্য পেল ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো আজ শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে SSLV-D3/EOS-08 মিশনের তৃতীয় এবং চূড়ান্ত উন্নয়নমূলক ফ্লাইটটি সফলভাবে লঞ্চ করে।

আর্থ অবজারভেশন স্যাটেলাইট-৮ (ইওএস-০৮) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল-ডি৩ এসএসএলভি-ডি৩ থেকে উৎক্ষেপণ করা হয়। এটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (SSLV-D2-EOS-07) দ্বিতীয় পরীক্ষামূলক ফ্লাইটের দ্বিতীয় সফল উৎক্ষেপণের অনুসরণ করে। আজ এই মিশন প্রসঙ্গে ইসরো প্রধান এস সোমনাথ বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “এটি একটি অত্যন্ত সফল মিশন ছিল।”

   

তিনি আরও বলেন, ‘এখন এর বাইরেও বাণিজ্যিক উদ্দেশ্যে এই রকেট তৈরি ও উৎক্ষেপণের কর্মসূচি চলছে।’ সফল উৎক্ষেপণের পর ইসরো জানিয়েছে, ‘এসএসএলভি-ডি৩ রকেটের সাহায্যে ইওএস-০৮ উপগ্রহটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। এসএসএলভিতে অন্যান্য মিশনের মতো, আজকের মিশনটিও একটি টেক্সটবুক মিশন। ছোটখাটো ভুলও হয়নি।’

জানুয়ারিতে পিএসএলভি-সি৫৮/এক্সপোস্যাট মিশন এবং ফেব্রুয়ারিতে জিএসএলভি-এফ১৪/ইনস্যাট-৩ডিএস মিশনের সফল উৎক্ষেপণের পরে, আজকের মিশনটি বেঙ্গালুরু-সদর দফতর স্পেস এজেন্সির জন্য ২০২৪ সালে তৃতীয় মিশন ছিল। ফলে উত্তেজনায় একপ্রকার টগবগ করে ফুটছে এই মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর এহেন পদক্ষেপের ফলে মহাকাশের আরও কিছু রহস্য উন্মোচন হবে বলে মনে হচ্ছে।