
শ্রীহরিকোটা: নতুন বছরের শুরুতেই বড়সড় সাফল্যের লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। সোমবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে উড়ান শুরু করতে চলেছে PSLV-C62 মিশন। এটি কেবল একটি সাধারণ উৎক্ষেপণ নয়, বরং মহাকাশ বিজ্ঞানে ভারতের ক্রমবর্ধমান শক্তির এক অনন্য প্রদর্শনী।
১. মূল আকর্ষণ: ডিআরডিও-র ‘অন্বেষা’ (EOS-N1)
এই মিশনের প্রধান যাত্রী হলো ডিআরডিও (DRDO) দ্বারা নির্মিত উচ্চ প্রযুক্তির আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-N1, যার ডাকনাম রাখা হয়েছে ‘অন্বেষা’।
হাইপারস্পেকট্রাল ইমেজিং: সাধারণ ক্যামেরার বাইরে গিয়ে এই স্যাটেলাইট শত শত আলোক তরঙ্গে ছবি তুলতে সক্ষম।
উপকারিতা: এর ফলে মাটির আর্দ্রতা, খনিজ পদার্থের উপস্থিতি এবং ফসলের স্বাস্থ্য থেকে শুরু করে নগরায়নের খুঁটিনাটি তথ্য নিখুঁতভাবে পাওয়া যাবে।
২. মহাকাশে ‘পেট্রোল পাম্প’: আয়ুষাট (AayulSAT) ISRO PSLV-C62 Launch
বেঙ্গালুরুর স্টার্টআপ ‘অরবিটএইড অ্যারোস্পেস’ তৈরি করেছে AayulSAT। এটি ভারতের প্রথম অন-অরবিট রিফুয়েলিং টেকনোলজি।
সাধারণত জ্বালানি ফুরিয়ে গেলে কৃত্রিম উপগ্রহগুলি মহাকাশ বর্জ্যে পরিণত হয়।
এই প্রযুক্তি সফল হলে মহাকাশেই উপগ্রহে জ্বালানি ভরা যাবে, যা উপগ্রহের আয়ু বাড়িয়ে দেবে বহুগুণ।
৩. বিশ্বের প্রথম স্পেস সাইবার ক্যাফে ও এআই ল্যাব
হায়দ্রাবাদের দুই স্টার্টআপের হাত ধরে মহাকাশে পা রাখছে MOI-1 স্যাটেলাইট। এটি ভারতের প্রথম অরবিটাল এআই-ইমেজ ল্যাবরেটরি।
এজ কম্পিউটিং: ডেটা বিশ্লেষণের জন্য এটি পৃথিবীতে সংকেত পাঠানোর অপেক্ষা করবে না, মহাকাশেই তা প্রসেস করবে।
ভাড়ায় এআই: মাত্র ২ ডলার (প্রায় ১৮০ টাকা) প্রতি মিনিটের বিনিময়ে যে কেউ এই এআই প্রসেসর ব্যবহারের সুযোগ পাবেন।
সবচেয়ে হালকা টেলিস্কোপ: এই স্যাটেলাইটের ভেতরেই রয়েছে ‘মীরা’ (MIRA), যা বিশ্বের সবচেয়ে হালকা (মাত্র ৫০২ গ্রাম) স্পেস টেলিস্কোপ। এটি একটি নিরেট সিলিকা কাঁচের ব্লক থেকে তৈরি, যা মহাকাশেও নিখুঁত ফোকাস বজায় রাখবে।
৪. গ্লোবাল রাইডশেয়ার: নেপাল থেকে ব্রাজিল
ইসরোর বাণিজ্যিক শাখা ‘নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড’ (NSIL)-এর সৌজন্যে এই রকেটে ঠাঁই পেয়েছে বিভিন্ন দেশের উপগ্রহ:
নেপাল: নেপালের ভূসংস্থান মানচিত্র তৈরির জন্য যাচ্ছে ‘মুনাল’ (Munal)।
স্পেন: বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের প্রযুক্তি পরীক্ষার জন্য যাচ্ছে ২৫ কেজির ‘কেস্ট্রেল’ (KID) ক্যাপসুল।
ব্রাজিল ও মরিশাস: সামুদ্রিক উদ্ধারকাজ এবং যৌথ গবেষণার জন্য পাঠানো হচ্ছে একাধিক উপগ্রহ। এমনকি ব্রাজিলের একটি উপগ্রহে ১৪,০০০ মানুষের নাম চিরস্থায়ীভাবে মহাকাশে সংরক্ষিত থাকবে।
ভারত: দেশীয় স্টার্টআপ ‘ধ্রুব স্পেস’ তাদের নিজস্ব কমিউনিকেশন সাবসিস্টেম পরীক্ষার জন্য পাঠাচ্ছে লাচিত (LACHIT) ও থাইবোল্ট-৩।
পিএসএলভি-র গর্জন আজ বঙ্গোপসাগরের আকাশ কাঁপিয়ে ভারতের মহাকাশ জয়ের নতুন অধ্যায় লিখতে চলেছে। বিশ্ব মহাকাশ বাজারে ভারত যে একটি নির্ভরযোগ্য নাম, এই ‘স্যাটেলাইট ট্যাক্সি’ মিশন তা আরও একবার প্রমাণ করল।
Bharat: ISRO launches PSLV-C62 with DRDO’s Anvesha & 15 satellites. Featuring India’s first orbital refuelling by OrbitAID & world’s lightest telescope, this 2026 mission marks a new era in space tech. Read about the global rideshare from Sriharikota.










