নাসা নয়, এবার মহাকাশে আটকে থাকা সুনীতাদের ফেরাবে ISRO?

মহাকাশে গিয়ে আটকে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস সহ অনেকে। আর এই নিয়ে নাসা থেকে শুরু করে সমগ্র বিশ্ববাসীর ঘুম উড়ে গিয়েছে। আদৌ তিনি…

নাসা নয়, এবার মহাকাশে আটকে থাকা সুনীতাদের ফেরাবে ISRO?

মহাকাশে গিয়ে আটকে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস সহ অনেকে। আর এই নিয়ে নাসা থেকে শুরু করে সমগ্র বিশ্ববাসীর ঘুম উড়ে গিয়েছে। আদৌ তিনি আর পৃথিবীর পাটিতে ফিরে আসতে পারবেন কিনা সেটা নিয়ে সকলের মনে আশঙ্কার কালো মেঘ জমেছে। যদিও এই বিষয়ে এবার বড় তথ্য দিলেন ISRO চেয়ারম্যান এস সোমনাথ।

সুনীতা উইলিয়ামস এবং মহাকাশে আটকে পড়া অন্যান্য মহাকাশচারীদের নিয়ে ইসরো প্রধান যা বলেছেন তা শুনে সকলেই অবাক হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও আমেরিকান নভোচারী বুচ উইলমোর নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন। আর সেখানেই তিনি আটকে আছেন। তাঁর পৃথিবীতে ফিরে আসতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছে নাসা। বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযান বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। সুখবর দিলেন ইসরো প্রধান এস সোমনাথ। তিনি বলেছেন, ‘সুনীতা উইলিয়ামসের প্রত্যাবর্তন উদ্বেগের বিষয় নয়।’

ইসরো প্রধান আশ্বাস দিয়েছেন যে স্পেস স্টেশনটি মানুষের দীর্ঘ সময় থাকার জন্য একটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে। সুনিতা উইলিয়ামস কয়েক মাস অনায়াসেই মহাকাশে থাকতে পারেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইসরো প্রধান বলেন, ‘এটা শুধু সুনিতা উইলিয়ামস বা অন্য কোনও মহাকাশচারীর বিষয় নয়। এর কারণ হলো, তাদের একদিন না একদিন ফিরে আসতেই হবে।’

Advertisements

ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, পুরো বিষয়টি বোয়িং স্টারলাইনার নামে একটি ক্রু মডিউলের পরীক্ষা করানো, সেখানে যাওয়া এবং তারপর নিরাপদে ফিরে আসার ক্ষমতা সম্পর্কিত। তাদের দেশে ফিরিয়ে আনার যথেষ্ট সক্ষমতা রয়েছে স্পেস এজেন্সির। এটা কোনো ইস্যু নয়। ইসরো প্রধান জোর দিয়েছিলেন যে নভোচারীদের প্রত্যাবর্তন নিয়ে চিন্তা করার পরিবর্তে একটি নতুন ক্রু মডিউল পরীক্ষা করা উচিত এবং অবশ্যই মহাকাশে ভ্রমণের ক্ষমতা বিবেচনা করা উচিত। ইসরো প্রধানের কথায়, ‘মহাকাশ অভিযানগুলি বিশ্বের মানুষের জন্যই। বলা তো যায় না, ভবিষ্যতে হয়তো অন্য দেশের জন্য ভারতের মহাকাশযান উদ্ধারকাজে যাবে।’