১৫ অগস্টের আগে বড় সাফল্য পুলিশের, গ্রেফতার ISIS জঙ্গি

স্বাধীনতা দিবসের আগে ফের শোরগোল ফেলে দিল দিল্লি পুলিশ। স্বাধীনতা দিবসের আর ৬ দিন মতো বাকি থাকতে কুখ্যাত এক আইসিস (ISIS) জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম…

স্বাধীনতা দিবসের আগে ফের শোরগোল ফেলে দিল দিল্লি পুলিশ। স্বাধীনতা দিবসের আর ৬ দিন মতো বাকি থাকতে কুখ্যাত এক আইসিস (ISIS) জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। এনআইএ-র তালিকায় ওই জঙ্গি ওয়ান্টেড হিসেবে ছিল, শুধু তাই নয়, মাথার দাম ৩ লক্ষ টাকা অবধি রাখা হয়েছিল।

দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, আইএস মডিউলের জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রিজওয়ান আলি। এনআইএ তাঁর মাথার দাম হিসেবে তিন লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এই রিজওয়ান দরিয়াগঞ্জের বাসিন্দা। সে বিগত দুই বছর ধরে পলাতক ছিল। দিল্লি পুলিশের অতিরিক্ত সিপি প্রমোদ কুশওয়াহা বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরেই এনআইএ-র মামলায় খোঁজা হচ্ছিল তাঁকে।

   

পুলিশ জানিয়েছে, গতকাল এনআইএ রিজওয়ান আলি নামে এক জঙ্গির গোপন খবর পেয়ে রাত ১১টা নাগাদ দিল্লির বায়োডাইভার্সিটি পার্কের কাছে গঙ্গা বক্স মার্গের কাছে তল্লাশি চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতের কাছ থেকে একটি .৩০ বোরের পিস্তল, তিনটি তাজা কার্তুজ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাছে এফআইআর দায়ের করা হয়েছে।

এনআইএ জানিয়েছে, এই জঙ্গি শাহনওয়াজ মডিউলের ছিল। এসব মডিউল আইএসের বলে জানা গেছে। এটি পাকিস্তানি নিরাপত্তা সংস্থা আইএসআইয়ের হয়েও কাজ করে। বছর দুয়েক আগে শাহনওয়াজ মডিউল দেশে জঙ্গি কার্যকলাপের ছক কষছিল। পুনেতে গোপন সংবাদের ভিত্তিতে টহলরত পুলিশের হাতে ধরা পড়ে রিজওয়ান-সহ আরও কয়েকজন। এ সময় রিজওয়ান পালিয়ে যায় বলে খবর।