কট্টরপন্থীদের কাছে নতজানু মমতা-সরকার? উর্দু অ্যাকাডেমির অনুষ্ঠান স্থগিতে জল্পনা তুঙ্গে!

কলকাতা: উগ্রবাদের বিরোধীতায় সরব এবং ধর্মনিরপেক্ষ মানবতায় বিশ্বাসী লেখক জাভেজ আখতার (Javed Akhtar) বরাবর নিজেকে একজন ‘নাস্তিক’ এবং ‘কালচারাল মুসলিম’ বলে দাবি করে এসেছেন। এবার…

কট্টরপন্থীদের কাছে নতজানু মমতা-সরকার? উর্দু অ্যাকাডেমির অনুষ্ঠান স্থগিতে জল্পনা তুঙ্গে!

কলকাতা: উগ্রবাদের বিরোধীতায় সরব এবং ধর্মনিরপেক্ষ মানবতায় বিশ্বাসী লেখক জাভেজ আখতার (Javed Akhtar) বরাবর নিজেকে একজন ‘নাস্তিক’ এবং ‘কালচারাল মুসলিম’ বলে দাবি করে এসেছেন। এবার উর্দু অ্যাকাডেমির (Urdu Academy) অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো নিয়ে উগ্রবাদী মুসলিম সংগঠনের তীব্র বিরোধিতার প্রেক্ষিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে।

৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত উর্দু অ্যাকাডেমির “উর্দু ইন হিন্দি সিনেমা” (হিন্দি সিনেমায় উর্দুর অবদান)” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় কবি, লিরিসিস্ট এবং স্ক্রিনরাইটার জাভেদ আখতারকে। এই নিয়ে তীব্র বিরোধিতা জানায় কট্টরপন্থী মুসলিম দল (Islamist Group)। জাভেদ আখতারের আমন্ত্রণপত্র প্রত্যাহার করা না হলে তীব্র প্রতিবাদের হুমকি দেয় তাঁরা। এই আবহে ভারতীয় চলচ্চিত্রে উর্দুর অবদান নিয়ে আলোচনা, কবিতা সহ চারদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্থগিত করে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি।

   

২০২৬ নির্বাচনের আগে কট্টরপন্থীদের চাপে কি নতজানু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার (WB Govt)? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও, অ্যাকাডেমির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, কোনও হুমকি নয় বরং অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান। অন্যদিকে, সূত্রের খবর, প্রতিবাদের বদলে ভোটের আগে “কোনোরকম অশান্তি এবং অপ্রীতিকর পরিস্থিতি” এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

Advertisements

উল্লেখ্য, রাজ্য সরকার দ্বারা পরিচালিত উর্দু অ্যাকাডেমির উদ্দেশ্য হল উর্দু সাহিত্য এবিং সংস্কৃতির প্রচার। অ্যাকাডেমির সম্পাদক নুজরাত জাইনব (Nuzrat Zainab) অবশ্য বলেন, “আমি আগেই জানিয়েছি যে অপরিহার্য কারণেই চারদিনের এই অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে”। ঘটনাটিকে “আপত্তিকর এবং অগ্রহণযোগ্য” বলে এক্স-এ প্রতিবাদ জানিয়েছেন কবি তথা লেখক গওহর রাজা (Gauhar Raza)।

তিনি বলেন, “মুসলিম উগ্রবাদীদের চোখ চোখ রাঙানিতে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির অনুষ্ঠান বন্ধ করার ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। জাভেদ আখতার সাহেবকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে উগ্রবাদীদের এই প্রতিবাদ থেকেই বোঝা যায়, হিন্দু-মুসলিম নির্বিশেষে এরা যৌক্তিকতার গলা বন্ধ করতে চায়”। প্রতিবাদ জানিয়েছেন, সমাজকর্মী তথা অভিনেত্রী শাবানা আজমিও (Shabana Azmi)। এক্স-এ তাঁর বক্তব্য, ভারত কোনও হিন্দু বা মুসলিম রাষ্ট্র নয়! “এমনকি ধর্মের দ্বারা পরিচালিত দেশেও এমন মানুষ খুঁজে পাওয়া যায় যারা ধর্মে বিশ্বাসী নন।”