পাটনা: একদিকে ইন্ডি-জোটের প্রত্যাখ্যান, অন্যদিকে, এনডিএ-এর প্রার্থী তালিকায় নেই কোনও মুসলিম নাম! বুধবার বিহারে ভোটপ্রচারে নেমে দু-পক্ষকেই তীব্র আক্রমণ করলেন AIMIM প্রমুখ আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। শুধু তাই নয়, বিজেপির ‘অনুপ্রবেশকারী হঠাও’ আস্ফালনে হাসিনার ভারতে থাকার প্রসঙ্গ টেনে অমিত শাহকে তুলোধোনা করলেন তিনি।
ওয়েইসি দাবী করেন, “বিহারে কোনও অনুপ্রবেশকারী নেই”। এরপরেই অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগে AIMIM প্রধান বলেন, “যদি অনুপ্রবেশকারী থেকেও থাকে, তাহলে অমিত শাহ (Amit Shah)কি করছেন? তিনি বারংবার দাবী করেন, দেশ থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়াবেন! কিন্তু কোথায় অনুপ্রবেশ?”
এরপর গত বছর আগস্টে বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) দিল্লিতে থাকা নিয়ে তীব্র আক্রমণ করেন ওয়েইসি। হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে তিনি বলেন, “অমিত শাহ এবং মোদী, আমরা আপনাদের বারবার বলছি যে অনুপ্রবেশকারীরা দিল্লিতে বসে আছে। বাংলাদেশের মানুষ তাঁদের তাড়িয়ে দিয়েছে। মোদী তাঁকে বললেন, এসো, আমার বোন”।
প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনার ভারতে অবস্থান নিয়ে ওয়েইসি এর আগেও অসন্তোষ প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, “কেন আমরা সেই পদচ্যুত নেত্রীকে (শেখ হাসিনা) দেশে রাখছি? তাকে ফেরত পাঠাও। সেও একজন বাংলাদেশী, তাই না?”
অনুপ্রবেশ নিয়ে অমিত শাহকে তোপ
বিহারের সভা থেকে অনুপ্রবেশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তোলেন করলেন AIMIM প্রমুখ আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, “যদি অনুপ্রবেশ হয়েই থাকে, তাহলে অমিত শাহের নেতৃত্বে থাকা এজেন্সি গুলির উপরেই প্রশ্ন তোলে। আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফ, সীমান্ত পুলিশ আপনার অধীনে। এমনকি গোয়েন্দা বিভাগও আপনারই অধিনস্ত। তাহলে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে বিহারে যে ৬.৫ মিলিয়ন মানুষকে বাদ দিল নির্বাচন কমিশন, তাঁদের মধ্যে কতজন অনুপ্রবেশকারী (Infiltrator) ছিল?”
“মুসলিম মুখ্যমন্ত্রী নয় কেন?” প্রশ্ন ওয়েইসির
বিহারের জনসংখ্যার ১৭% মুসলিম হওয়া সত্ত্বেও রাজ্যে কেন একজন মুসলিম মুখ্যমন্ত্রী হতে পারবেন না? বলে প্রশ্ন তোলেন AIMIM প্রমুখ । কংগ্রেস, আরজেডি এবং সমাজবাদী পার্টির মতো দলগুলিকে প্রকৃত প্রতিনিধিত্ব না দিয়ে মুসলিম ভোটারদের শোষণ করার অভিযোগ তোলেন ওয়েইসি।
তাঁর দাবী, “কংগ্রেস, আরজেডি এবং সমাজবাদী পার্টির মতো দলগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপির প্রতি ভয়কে কাজে লাগিয়ে মুসলিমদের ভোট চায়। এই দলগুলি বিজেপিকে থামাতে পারেনি কিন্তু একই অজুহাতে এখনও মুসলমানদের ভোট পাওয়ার চেষ্টা করছে।”
উল্লেখ্য, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির সঙ্গে জোট করতে চেয়েছিলেন AIMIM প্রমুখ। এই নিরিখে লালু যাদবকে চিঠি দেওয়া সত্ত্বেও কোনও সদুত্তর আসেনি বলে দাবী করেছিলেন তিনি। বিহারের ২৪৩ টি আসনের মধ্যে ৩২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM।


