নয়া দিল্লি: মধ্যবিত্ত ভারতীয়দের কাছে ইএমআই এখন একান্ত প্রয়োজনীয় আর্থিক সহায়ক। গাড়ি, বাড়ি বা ইলেকট্রনিকস সামগ্রী কেনার পাশাপাশি ইদানীং অনেকেই ইএমআই’র মাধ্যমে নানা খরচ সামলাচ্ছেন। তবে খুব কম মানুষই জানেন যে এখন ট্রেনের টিকিট কেটেও ইএমআই’র সুবিধা পাওয়া সম্ভব। তবে সমস্ত ট্রেনের ক্ষেত্রে নয়—এই সুযোগ মিলবে শুধুমাত্র IRCTC পরিচালিত ‘ভারত গৌরব’ ট্রেন সফরের ক্ষেত্রে।
ভারত গৌরব ট্রেন কী?
‘ভারত গৌরব যাত্রা’ হল IRCTC-এর বিশেষ পর্যটন প্রকল্প, যার অধীনে ভারতের নানা ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানে ভ্রমণের সুযোগ পাওয়া যায় এক প্যাকেজে। এই যাত্রার মধ্যে থাকে ট্রেনে যাতায়াত, হোটেলে থাকা, খাবার এবং সাইটসিয়িং-এর সুযোগ। এর ফলে পর্যটকদের আলাদা করে কিছু ভাবতে হয় না—একবার প্যাকেজ বুক করলেই সারা ভ্রমণ নিশ্চিত।
EMI সুবিধা কীভাবে মিলবে?
IRCTC-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে ভারত গৌরব ট্রেনের টিকিট কাটার সময়, ব্যবহারকারীরা EMI (Easy Monthly Installment)-র অপশন দেখতে পাবেন। বুকিং করার সময় সেই EMI বিকল্পটি বেছে নিলেই নির্ধারিত ব্যাংক বা ফিনান্সিয়াল পার্টনারের মাধ্যমে কিস্তিতে টাকা শোধ করার ব্যবস্থা থাকবে।
ফেরার হার ও ক্লাসভিত্তিক খরচ:
ভারত গৌরব ট্রেনের মধ্যে একাধিক শ্রেণি (class) রয়েছে, যার মধ্যে ইকোনমি ও থার্ড এসি অন্যতম।
ইকোনমি ক্লাসে মাথাপিছু ভাড়া প্রায় ১৮,৪৬০ টাকা। এই খরচের মধ্যে ট্রেনের স্লিপার ক্লাসে যাতায়াত, হোটেলে থাকা এবং খাওয়া দাওয়ার খরচ অন্তর্ভুক্ত।
থার্ড এসি কোচে মাথাপিছু ভাড়া প্রায় ৩০,৪৮০ টাকা। যারা একটু বেশি আরামে ভ্রমণ করতে চান, তাদের জন্য এটি আদর্শ বিকল্প।
এই ভাড়া যদি এককালীন দেওয়া কঠিন হয়, তবে EMI বিকল্পে ৩ মাস, ৬ মাস বা ৯ মাসে কিস্তিতে অর্থ পরিশোধ করা সম্ভব। কিছু নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সুদহীন EMI সুবিধাও পেতে পারেন।
সরকারি কর্মচারীরা এই ভারত গৌরব প্যাকেজে ভ্রমণের জন্য Leave Travel Concession (LTC) সুবিধাও নিতে পারেন। অর্থাৎ, সরকারি নিয়ম মেনে এই সফরের ব্যয় সরকারি চাকরির ছুটির আওতায় পড়ে যাবে।
একদিকে দেশে বেড়েছে ভ্রমণের খরচ, অন্যদিকে মানুষজনের ভ্রমণের আগ্রহও চোখে পড়ার মতো। সেই আবেগ ও চাহিদার সম্মান রেখে IRCTC এই EMI ভিত্তিক যাত্রার ব্যবস্থা করে পর্যটকদের জন্য বড় সুবিধা এনে দিয়েছে। এই অফার বিশেষ করে প্রবীণ নাগরিক, মধ্যবিত্ত পরিবার বা বড় দলের জন্য খুবই কার্যকর হতে পারে, যাঁরা একসাথে পরিকল্পিতভাবে দেশভ্রমণ করতে চান।
IRCTC-এর ভারত গৌরব যাত্রা এখন EMI-তে কাটানো যাবে। একাধিক শ্রেণির প্যাকেজ, হোটেল, খাবার, দর্শনীয় স্থান ঘোরা—সব মিলিয়ে একটি অল-ইন-ওয়ান অফার। যদি এখনই ট্রেনভ্রমণ ও পর্যটনের পরিকল্পনা থাকে, তবে IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে EMI বিকল্পে পছন্দের প্যাকেজটি বুক করুন। সরকারি চাকরিজীবীদের জন্য LTC-এর সুবিধাও থাকছে, যা এই যাত্রাকে আরও সাশ্রয়ী করে তোলে।