Indian Navy: আরব সাগরে নৌসেনা অভিযান, জলদস্যু কবল থেকে মুক্ত ইরানি জাহাজ

Indian Navy

ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ঝটিকা অভিযানে জলদস্যুদের কবল থেকে মুক্ত একটি ইরানি পন্যবাহী জাহাজ। আরব সাগরে অভিযান চালিয়েছে ভারতের যুদ্ধ জাহাজ ‘সুমিত্রা’ (INS Sumitra) ।

ভারতীয় নৌবাহিনী জানাতে, যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা এডেন উপসাগরের কাছে সোমালি জলদস্যুদের কাছ থেকে ছিনতাই করা ইরানি জাহাজ এমভি ইমানকে মুক্ত করেছে।

   

INS সুমিত্রার এই অপারেশন চলছে 700 নটিক্যাল মাইল অর্থাৎ কোচি থেকে 1296.4 কিলোমিটার দূরে। ইরানি জাহাজে 17 জন ক্রু রয়েছেন।

ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, এডেন উপসাগরে মোতায়েন আইএনএস সুমিত্রা জানতে পারে ইরানি জাহাজে দলদস্যুরা হামলা করেছে। দ্রুত সেদিকে যায় যুদ্ধ জাহাজ সুমিত্রা। ভারতের যুদ্ধ জাহাজ দেখে সোমালি জলদস্যুরা পালায়। তারা ওই ইরানি জাহাজের নাবিকদের পণ বন্দি করেছিল। তাদের মুক্ত করা হয়েছে।

আইএনএস সুমিত্রা ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এটি তৈরি করেছে গোয়া শিপইয়ার্ড লিমিটেড। 2200 টন ওজনের এই যুদ্ধ জাহাজটি 2014 সাল থেকে নৌবাহিনীর অন্তর্ভুক্ত।

সম্প্রতি ভারতীয় নৌবাহিনী সমুদ্র পথে সমস্যাগ্রস্ত অঞ্চলে নজরদারি বাড়িয়েছে এবং ভারতগামী বাণিজ্যিক জাহাজগুলিকে রক্ষায় বেশি ততপর। প্রায় 10টি যুদ্ধ জাহাজের সমন্বয়ে টাস্ক গ্রুপ মোতায়েন করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন