প্ল্যাটফর্ম টিকিট দিয়ে ট্রেনে ভ্রমণ করা যায়? জানুন রেলের নিয়ম

প্রতিদিন কয়েক কোটি মানুষ রেলে যাতায়াত করেন। এদিকে ভারতীয় রেলও যাত্রীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে নানারকম কাজ করে চলেছে। প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে…

প্রতিদিন কয়েক কোটি মানুষ রেলে যাতায়াত করেন। এদিকে ভারতীয় রেলও যাত্রীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে নানারকম কাজ করে চলেছে। প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে করে যাতায়াত তো করেন বটে কিন্তু অনেক নিয়ম আছে যেগুলি সম্পর্কে অধিকাংশই জানেন না। যেমন প্ল্যাটফর্ম টিকিটের (Platform Ticket) মাধ্যমে অনেক কিছুই করা যায়।

রেলওয়ের নিয়ম অনুযায়ী টিকিট ছাড়া কেউ ভ্রমণ করতে পারেন না। যদি কাউকে এমনটা করতে দেখা যায়, তাহলে রেলের নিয়ম অনুযায়ী তাঁকে জরিমানা করা হয়। শুধু তাই নয়, রেল স্টেশনের প্ল্যাটফর্মেও শুধুমাত্র গেলে ব্যক্তিকে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয়। কিন্তু প্রায়ই মানুষের মনে এই প্রশ্ন আসে যে কেউ যদি প্ল্যাটফর্মের টিকিট নিয়ে ট্রেনে ওঠেন, তাহলে তাঁকে এই পরিস্থিতিতে সফর করতে দেওয়া হবে কি না? টিটিই কি তাকে যাত্রার মাঝখানে ধরে ফেলবে এবং তাকে নামিয়ে দেবে ট্রেন থেকে? এ বিষয়ে রেলের কী নিয়ম রয়েছে তা জেনে নিন।

   

ভ্রমণ নিয়ে ভারতীয় রেল অনেক নিয়ম করেছে যা রেলপথে যাতায়াতকারী যাত্রীদের অনুসরণ করতে হয়। এই নিয়মগুলির মধ্যে একটি হল প্ল্যাটফর্মের টিকিটে ভ্রমণ সম্পর্কেও। যদি কোনও যাত্রী তাড়াহুড়োর মধ্যে টিকিট কাটেননি, অথচ তাঁর কাছে প্ল্যাটফর্ম টিকিট রয়েছে। তারপরও তিনি ট্রেনে ভ্রমণ করতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন।

যাত্রীকে ট্রেনে ওঠার পরপরই টিটিইর সঙ্গে দেখা করতে হবে। এরপর টিটিইর থেকে তাঁকে টিকিট নিতে হয়, অবশ্য ট্রেনে সিট খালি থাকলে। তারপরে টিটিই আপনাকে ২৫০ টাকা জরিমানা আরোপ করে এবং আপনার কাছ থেকে ভাড়া নিয়ে আপনাকে একটি টিকিট দেয়। কিন্তু ট্রেনে সিট ফাঁকা না থাকলে তারপরও আপনি ট্রেনে ভ্রমণ করতে পারেন, টিটিই আপনাকে সরাতে পারবে না।

অনেক সময় দেখা যায় অনেকেই ট্রেনের টিকিট কেটে ফেলেন। কিন্তু টিকিট নিশ্চিত হয়নি। কিন্তু যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন, তাঁদের টিকিট বাতিল হয়ে যায়। কিন্তু যাঁরা প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনেছেন, তাঁরাই ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে যাতায়াত শুরু করেন।