নজরবন্দি ৩০ পাকিস্তানি, কলকাতার বুকেই কী ষড়যন্ত্র?

কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার (pakistanis living in kolkata) ঘটনার পর ভারতের গোয়েন্দা সংস্থাগুলি আরও সতর্ক হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে কলকাতায় বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের কার্যকলাপের…

Terrorists Storm Home, Shoot Civilian in Jammu and Kashmir's Kupwara

কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার (pakistanis living in kolkata) ঘটনার পর ভারতের গোয়েন্দা সংস্থাগুলি আরও সতর্ক হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে কলকাতায় বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের কার্যকলাপের উপর বিশেষ নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দা দপ্তর। বিশেষ করে ‘লং টার্ম ভিসা’ (এলটিভি) নিয়ে কলকাতায় বসবাস করা পাক নাগরিকদের গতিবিধির দিকে কড়া নজর দেওয়া হচ্ছে।

গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে কলকাতায় এলটিভি ভিসায় (pakistanis living in kolkata) থাকা পাকিস্তানি নাগরিকের (pakistanis living in kolkata) সংখ্যা অন্তত ৩০ জন। তাঁদের একটি বড় অংশই গৃহবধূ, যাঁরা ভারতীয় নাগরিকদের সঙ্গে বিবাহসূত্রে কলকাতায় এসে বসবাস করছেন। সাধারণ নিয়ম অনুযায়ী, পাকিস্তান থেকে আসা একজন নাগরিককে (pakistanis living in kolkata) প্রথমে পাঁচ বছরের জন্য এলটিভি দেওয়া হয়, পরে সেই ভিসার মেয়াদ এক বা দু’বছরের জন্য বাড়ানো হয়। তবে, প্রতিবার ভিসা নবীকরণের সময়, সংশ্লিষ্ট নাগরিকদের কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরে গিয়ে রিপোর্ট করতে হয়।

   

এই রিপোর্টিং প্রক্রিয়ার মাধ্যমে গোয়েন্দারা তাঁদের চলাফেরা, যোগাযোগ এবং উদ্দেশ্য সম্পর্কে ধারনা করার চেষ্টা করেন। এমনকি তাঁদের ভিসা নবীকরণের জন্য গোয়েন্দা বিভাগ থেকে সুপারিশও প্রয়োজন হয়। এর ফলে প্রাকৃতিকভাবে গোয়েন্দাদের নজরেও আসেন তাঁরা।

তবে বর্তমানে গোয়েন্দারা (pakistanis living in kolkata) শুধু এই প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না। পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর তাঁরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। বিশেষ করে খতিয়ে দেখা হচ্ছে, এই পাক নাগরিকরা (pakistanis living in kolkata) কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সূত্র অনুযায়ী, এই গৃহবধূদের অনেকেই তাঁদের বাপের বাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন—যা স্বাভাবিক এবং মানবিক। তবে গোয়েন্দারা এর বাইরেও খোঁজ নিচ্ছেন, পাকিস্তানের অন্য কোনও নাগরিকের সঙ্গে তাঁদের বা তাঁদের পরিবারের অন্য সদস্যদের যোগাযোগ রয়েছে কি না।

এ ক্ষেত্রে শুধু আত্মীয়তার খাতিরে যোগাযোগ হচ্ছে, না এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে, তা জানতেই তদন্ত শুরু করেছে গোয়েন্দারা(pakistanis living in kolkata) । এমনকি ওই পাক নাগরিকদের মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এবং ইন্টারনেট ব্যবহারের উপরেও কড়া নজর রাখা হচ্ছে। তাঁদের সঙ্গে যে বা যারা যোগাযোগ করছে, তাঁদের পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements

সার্ক ভিসা বা ‘এসভিইএস’ ভিসা নিয়ে যারা ভারতে রয়েছেন, তাঁদের মধ্যে পাকিস্তানি নাগরিকদের (pakistanis living in kolkata) ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। তবে কলকাতায় এখনও এমন সার্ক ভিসা ধারী পাকিস্তানি নাগরিক রয়েছেন কি না, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই গোয়েন্দাদের। কিন্তু এলটিভি নিয়ে যারা রয়েছেন, তাঁদের বিষয়ে গোয়েন্দারা নিশ্চিত এবং তাঁদের উপর নজরদারি চলছে।

গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, প্রয়োজনে এই পাক নাগরিকদের সঙ্গে সরাসরি কথাবার্তাও বলা হতে পারে। তাঁদের আশপাশের মানুষজন, যাঁরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বা নিয়মিত মেলামেশা করেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।

সবমিলিয়ে, পহেলগাঁও হামলার (pakistanis living in kolkata)  পর গোয়েন্দারা কোনও ঝুঁকি নিতে নারাজ। দেশের নিরাপত্তা রক্ষায় যতটা সম্ভব, ততটা সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। কলকাতার এই পাকিস্তানি নাগরিকদের উদ্দেশ্য, যোগাযোগ ও কার্যকলাপ এখন গোয়েন্দাদের কড়া নজরে।