মাংসের চর্বির পর তিরুপতির লাড্ডুতে পোকা, শোরগোল মন্দিরে

মাংসর চর্বির পর এবার তিরুপতির (Tirupati temple )প্রসাদ লাড্ডুতে মিলল পোকা। আর এই ঘটনা সামনে আসতেই ফের শোরগোল পড়েছে তিরুপতি মন্দিরে। মন্দিরে পরিবেশিত প্রসাদ নিয়েই…

Tirumala Tirupati Temple Authority Issues Warning to Devotees Against Fake Tickets Sold by Agents

মাংসর চর্বির পর এবার তিরুপতির (Tirupati temple )প্রসাদ লাড্ডুতে মিলল পোকা। আর এই ঘটনা সামনে আসতেই ফের শোরগোল পড়েছে তিরুপতি মন্দিরে। মন্দিরে পরিবেশিত প্রসাদ নিয়েই অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ক্ষুব্ধ দর্শনার্থীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মন্দির কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতেই প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের জেরে মন্দির কর্তৃপক্ষ নাজেহাল। 

হরিয়ানা ও কাশ্মীরে বিপুল ভোটে এগিয়ে কংগ্রেসের ‘ইন্ডিয়া’, অস্তমিত ‘মোদী ম্যাজিক’

   

তার মধ্যে আবার নতুন করে বিতর্ক মাথাচাড়া দিতেই তৎপর কর্তৃপক্ষ। যদিও তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-এর দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি। প্রসাদে কোনও পোকাও মেলেনি।

এক পুণ্যার্থী দাবি, অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল থেকে তিরুপতিতে পুজো দিতে এসেছিলেন। তাঁর অভিযোগ, মন্দিরের খাওয়ার সময় তাঁর পাতে যে প্রসাদটি দেওয়া হয় তাঁতে পোকা দেখতে পান তিনি। মন্দির কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি তাঁর। গোটা বিষয়টিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। 

মাধবী বুচ কেলেঙ্কারী, আর্থিক অনিয়ম পর্যালোচনায় সেবিকে তলব পিএসির

Advertisements

ওয়াইএসআর কংগ্রেসের আমলে তিরুপতি (Tirupati) মন্দিরে লাড্ডুতে পশুর চর্বি মেশানো হত। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু! ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে তিরুপতির মন্দিরের প্রসাদী লাড্ডু নিম্ন মানের সামগ্রী দিয়ে বানানো হত। এমনকি, ঘিয়ের বদলে পশুর চর্বিও মেশানো হত বলেও দাবি করেছিলেন তিনি। আর সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে দাক্ষিণাত্যের রাজনীতি। চন্দ্রবাবু নোংরা রাজনীতি করছেন বলে পাল্টা কটাক্ষ করেন জগনের দল। 

আকাশে মেঘের ভ্রুকুটি,পুজোর আগেই নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা

যদিও সম্প্রতি এবিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি হলে ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে না ফেলার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তারপর এবার প্রসাদে পোকা বিতর্ক নতুন শোরগোল ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল।