INS বিক্রান্তের গর্জন শুরু

অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় নৌবাহিনীতে শুক্রবার যোগ দিল INS বিক্রান্ত (INS Vikrant)। আজ থেকে সমুদ্রে এই রণতরীর গর্জন শুরু হল। আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে এই জাহাজটি তৈরি হয়েছে।

 

   

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কোচিন শিপইয়ার্ডে এক জমকালো অনুষ্ঠানে ভারতের প্রথম স্বদেশী বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে দায়িত্ব দিয়েছেন। ২০ হাজার কোটি খরচ করে তৈরি হয়েছে ৪৫ হাজার টনের যুদ্ধজাহাজটি।

২৬২ মিটার লম্বা এবং ৬২ মিটার চওড়া আইএনএস বিক্রান্ত ভারতের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এতে মিগ-২৯কে যুদ্ধবিমান ও হেলিকপ্টারসহ ৩০টি বিমান থাকতে পারে। যুদ্ধজাহাজটি প্রায় ১,৬০০ জন ক্রুকে ধারণ করতে পারে। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আইএনএস বিক্রান্ত হল ভারত মিশনের প্রতিচ্ছবি। তিনি বলেন, ‘আজ ভারত সেই সব দেশের তালিকায় ঢুকে পড়েছে যারা দেশীয়ভাবে এত বড় যুদ্ধজাহাজ তৈরি করতে পারে। বিক্রান্ত নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন