লখনউ: গর্ভবতী মহিলাকে কাদায় নামিয়ে রেখে পালিয়ে গেল অ্যাম্বুলেন্স (Ambulance)। ওই কাদার মধ্যেই কন্যাসন্তান প্রসব করলেন আরভি বানো নামক ওই মহিলা। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের মির্জাপুরে (Mirzapur)। জানা গিয়েছে, সোমবার রাতে প্রবল প্রসব যন্ত্রণা শুরু হয় লালগঞ্জ থানা এলাকার কোঠি খুর্দ গ্রামের বাসিন্দা আতিক আহমেদের স্ত্রী আরভি বানোর।
ওই অবস্থায় বরোধা এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছোতে ১০২ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে আরভি বানোর স্বামী আতিক আহমেদ। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তায় অত্যধিক কাদা থাকায় প্রসব যন্ত্রণায় কাতরানো মহিলাকে ওই কাদার মধ্যেই নামিয়ে দেয় অ্যাম্বুলেন্স (Ambulance) চালক, বলে অভিযোগ।
অতীক আহমেদ জানিয়েছেন, ওই কাদার মধ্যেই সন্তান প্রসব করেন মহিলা। এই অমানবিক ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হাসপাতালের বাইরে মাটিতে প্রসবের খবর পেয়ে হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা তাৎক্ষণিকভাবে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করেন। এই বিষয়ে হালিয়ার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ অবধেশ কুমার বলেন, কাজে অবহেলাকারী ১০২ অ্যাম্বুলেন্স (Ambulance) পরিষেবা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক
জানা গিয়েছে, ঘটনার গুরুত্ব বুঝে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন মির্জাপুরের জেলাশাসক (DM) পবন কুমার গঙ্গবার। তিনি বলেন, “ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে”। জেলাশাসক স্বাস্থ্যবিভাগকে দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


