Indian Army: কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, সেনার গুলিতে নিকেশ জঙ্গি

শুক্রবার সাতসকালে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনা (Indian Army)। লোকসভা ভোটের মুখে সাবুরা নালা উরি সেক্টরে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের তৎপরতায়…

Poonch

short-samachar

শুক্রবার সাতসকালে জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনা (Indian Army)। লোকসভা ভোটের মুখে সাবুরা নালা উরি সেক্টরে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করা হল।

   

সেনা সূত্রে খবর, আজ ভোরে সেনা ও সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াই শুরু হয় এবং অভিযান এখনও অব্যাহত রয়েছে। এখনও চলছে গুলির লড়াই। শুক্রবার সকালে উরির নিয়ন্ত্রণরেখার রুস্তম পোস্ট এলাকায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল ভারতীয় সেনা। এক জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে যৌথবাহিনী। 

সূত্রের খবর, এনকাউন্টারের পর এলাকায় তল্লাশি অভিযান চলছে এবং এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা সূত্রে খবর, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা একদল সন্ত্রাসীকে ভারতীয় সেনা জওয়ানদের কার্যকর গুলি করে পিছু হটিয়ে দেয়।  নিয়ন্ত্রণরেখায় সন্ত্রাসবাদী এবং সেনা জওয়ানদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। গোলাগুলির পর ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।