ব্যাঙ্ক চালানো আর দেশ চালানো এক নয়, ইউনূসের অনভিজ্ঞতায় ফের অস্থিরতার আশঙ্কায় ভারত

বেসরকারি কোনও সংস্থা কিংবা এনজিও চালানো আর দেশ চালানো এক নয়, দেশ চালাতে জানতে প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক কলাকৌশল। কিন্তু গণঅভুত্থানে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকারের…

Inexperience leadership of Bangladesh maybe the big setback for Muhammad yunus and bilateral relationship with India.

বেসরকারি কোনও সংস্থা কিংবা এনজিও চালানো আর দেশ চালানো এক নয়, দেশ চালাতে জানতে প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক কলাকৌশল। কিন্তু গণঅভুত্থানে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই দুইয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে ভীষণভাবে।

বন্যা কূটনীতি! ‘বাঁধ খোলা’ বিতর্কে বাংলাদেশকে জবাব দিল ভারত

   

রাজনৈতিক ও প্রশাসনিক দুর্বলতাই বাংলাদেশের ( Bangladesh) অন্তর্বর্তী সরকারের এগোনোর পথে প্রতিবন্ধকতা হয়ে উঠছে, আশঙ্কা নয়াদিল্লির কূটনৈতিক শিবিরের। তাদের বক্তব্য, উত্তাল ছাত্র রাজনীতির মাধ্যমে যে কোনও দেশের সরকার বদল হতে পারে। কিন্তু সেই ছাত্র আন্দোলনের জেরে সরকারের অর্থনৈতিক রণকৌশল ও প্রশাসন পরিচালনাও যে সফল হবে, তার প্রমাণ খুঁজে পাওয়া কঠিন। ভারতের আশঙ্কা, ফের হরতাল ও ধর্মঘটের রাজনীতির পুনরুত্থান ঘটতে পারে ঢাকায়।

মোদী জমানায় যুদ্ধাস্ত্র রফতানিতে বিরাট লাফ! এশিয়া-আফ্রিকায় বাড়ছে অস্ত্র সরবরাহ

কূটনৈতিক মহলের মতে, রাজনৈতিক অনভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার অভাব অন্তর্বর্তী সরকারের গোড়াতেই স্পষ্ট হচ্ছে। সরকার গঠনের ৯ দিনের মধ্যেই উপদেষ্টাদের দফতর বদল নিয়ে সেই প্রশ্ন উঠছে। সেই সঙ্গে রয়েছে সামরিক বাহিনী ও বিএনপি-জামায়াতে থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক শক্তির ক্রমাগত চাপ। যেমন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে।

রাশিয়ায় বিশেষ যুদ্ধসামগ্রী রফতানি নয়! ইরানের মত ভারতকে নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার

দুর্গাপুজোর ছুটি ও আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে পথে নামে বিএনপি ও জামায়াতে। তাই তাঁকে দেওয়া হয় বস্ত্র ও পাট উন্নয়নের লঘু দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এমনকি বিদেশনীতির ক্ষেত্রেও প্রভাব ফেলবে নয়া সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা। সম্প্রতি পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্রদের সরকারি দফতর ঘেরাও আরও এক বিদ্রোহের ইঙ্গিত মিলছে বলেই মনে করছে নয়াদিল্লি। 

ছাত্রদের আবেগে অনভিজ্ঞতার বশবর্তী হয়ে সরকার বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই ইউনূস সরকারের আচরণ ও স্থায়িত্ব নিয়ে সন্দেহে নয়াদিল্লি।