ভয়াবহ বাড়ি ধস, মৃত ২, আহত ১২

ইন্দোর: মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা (Indore Tragedy)। হঠাৎ করেই ভেঙে পড়ল এক বহুতল আবাসিক ভবন, মৃত্যু হল দুই জনের এবং গুরুতরভাবে আহত…

ইন্দোর: মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা (Indore Tragedy)। হঠাৎ করেই ভেঙে পড়ল এক বহুতল আবাসিক ভবন, মৃত্যু হল দুই জনের এবং গুরুতরভাবে আহত হলেন অন্তত ১২ জন। নিহতদের নাম আলফিয়া ও ফাহিম। দীর্ঘ কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর তাঁদের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা সম্ভব হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ভর্তি করা হয়েছে ইন্দোরের এমওয়াই হাসপাতালে। আহতদের মধ্যে তিন মাসের এক শিশুকন্যাও রয়েছে।

অধিকারিক সূত্রে জানা গিয়েছে, এই বাড়িতে মোট চারটি পরিবার থাকত। দুর্ঘটনার সময় অন্তত ১৪ জন ভিতরে ছিলেন। হঠাৎই বাড়ির দেওয়াল কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে গোটা ভবন ভেঙে পড়ে। এলাকাবাসীরা চিৎকার শুনে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন, পরে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছন।

   

প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ভবনটির বয়স প্রায় ১০ থেকে ১৫ বছর। সাম্প্রতিক ভারী বর্ষণে এর গঠন দুর্বল হয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায়ই বেসমেন্টে জল জমে থাকত, ফলে ভবনের ভিত্তি আলগা হয়ে যায়। তার সঙ্গে ইঁদুরের আক্রমণে গঠন আরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেউ কেউ অভিযোগ করেছেন, কাছাকাছি থাকা হোটেলের জলনিকাশ ব্যবস্থা সমস্যার জন্যও ভবনের ক্ষয় ত্বরান্বিত হয়।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক শিবম বর্মা ও পুলিশ কমিশনার সন্তোষ কুমার সিং দ্রুত ঘটনাস্থলে আসেন। শহরের মেয়র পুষ্যমিত্র ভর্গব এবং বিজেপি বিধায়ক গোলু শুক্লাও ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তার প্রতিশ্রুতি দেন। উদ্ধারকাজ চলার সময় সতর্কতার কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ দফতর। দমকল ও উদ্ধারকারী দল প্রায় রাতভর পরিশ্রম করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করে।

Advertisements

স্থানীয় কাউন্সিলর আনসাফ আনসারি বলেন, ‘‘পুরনো শহরের বহু বাড়ি দুর্বল ভিত্তির কারণে বিপজ্জনক অবস্থায় রয়েছে। নিয়মিত তদারকি না হওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।’’

এদিকে জেলা প্রশাসন আশপাশের ভগ্নপ্রায় ও বিপজ্জনক ভবনগুলির তালিকা তৈরি শুরু করেছে। আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত পরিদর্শনের মাধ্যমে দুর্বল ভবনগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই দুর্ঘটনা আবারও সামনে আনল শহরের পুরনো নির্মাণ ও অবৈধ বাড়ির বিপদজনক বাস্তবতা। দ্রুত বর্ধনশীল শহর ইন্দোরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন বাসিন্দারা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News