বান্ধবীর শখ মেটাতে চুরি, ইন্দোরে (indore) গহনা (jewelry) চুরির (theft) ঘটনায় অভিযুক্ত দোকানের কর্মচারী। মধ্যপ্রদেশের ইন্দোরের এমজি রোড এলাকায় পাঞ্জাব জুয়েলার্সে চুরির ঘটনা সামনে এসেছে। সেখানে সেকশন ইনচার্জ পদে কর্মরত কর্মচারী চুরির ঘটনা ঘটায়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
পাঞ্জাব জুয়েলার্সের ম্যানেজার তুকোগাজ থানায় সোনার গয়না চুরির অভিযোগ দায়ের করেছিলেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে। তুকোগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, এমজি রোডে পাঞ্জাব জুয়েলার্সের একটি বড় শোরুম রয়েছে। যেখানে কয়েকদিন আগে ২৫ গ্রাম স্বর্ণালঙ্কার কম হলে স্টক রুমের ক্যামেরা চেক করা হয়। সেখানের সেকশন ইনচার্জ রাজস্থানের ভরতপুরের বাসিন্দা দৌলতরাম কাটারার ছেলে প্রদীপকে রাতে সেই স্বর্ণালঙ্কার বের করে নিয়ে যেতে দেখা যায়।
৮টি মঙ্গলসূত্র পাওয়া যায়নিঃ
সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, তার জামায় প্রায় ৮টি সোনার মঙ্গলসূত্র রয়েছে। এর পরের দিনও তিনি কাজে না আসায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।১৬ লক্ষ টাকা মূল্যের মঙ্গলসূত্র উদ্ধার করা হয়েছে,অভিযোগের ভিত্তিতে, পুলিশ চুরির ধারায় একটি মামলা নথিভুক্ত করে এবং অভিযুক্তের সন্ধান শুরু করে এবং দিল্লি ও রাজস্থানে অভিযান চালায়, যেখানে অভিযুক্ত প্রদীপকে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কাছ থেকে চুরি হওয়া প্রায় ১৬ লক্ষ টাকার মঙ্গলসূত্র উদ্ধার করা হয়েছিল।
ঘটনাটি ঘটল কেন?
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার বান্ধবীর শখ পূরণ করতে চুরির করেছেন বলে জেরায় স্বীকার করেছে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে, তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।