ইন্দোর: টানা আটবার ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহরের শিরোপা জিতেছে৷ অথচ জনস্বাস্থ্য পরিষেবায় বড়সড় ধাক্কা খেল মধ্যপ্রদেশের বাণিজ্যিক রাজধানী ইন্দোর। দূষিত পানীয় জল পানের ফলে শহরজুড়ে ভয়াবহ বমি-পায়খানার (Diarrhoea) প্রকোপ দেখা দিয়েছে। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এই সংক্রমণে এখনও পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১,৪০০ ছাড়িয়ে গিয়েছে।
সংক্রমণের উৎস: শৌচাগারের নিচে ফুটো পাইপলাইন
তদন্তে জানা গেছে, ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় পানীয় জলের মূল সরবরাহকারী পাইপলাইনে ছিদ্র বা লিক হওয়ায় জল দূষিত হয়েছিল। চাঞ্চল্যকর তথ্য হলো, যে স্থানে পাইপলাইনটি ফুটো হয়েছিল, ঠিক তার উপরেই একটি শৌচাগার তৈরি করা হয়েছিল। এর ফলে শৌচাগারের বর্জ্য সরাসরি পানীয় জলের সঙ্গে মিশে গিয়ে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। ল্যাবরেটরি রিপোর্টেও এই জল দূষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিস্থিতির ভয়াবহতা: Indore contaminated water outbreak
আক্রান্তের সংখ্যা: গত আট দিনে মোট ১,৪১৪ জন এই সংক্রমণের শিকার হয়েছেন।
হাসপাতালে ভর্তি: বর্তমানে ২০১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আইসিইউ-তে (ICU) রাখা হয়েছে।
ডোর-টু-ডোর সার্ভে: স্বাস্থ্য দপ্তর ওই এলাকার ১,৭১৪টি বাড়িতে সমীক্ষা চালিয়েছে। ৩৩৮ জনের মধ্যে মৃদু উপসর্গ থাকায় তাঁদের বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রশাসনের পদক্ষেপ ও মুখ্যমন্ত্রীর কড়া বার্তা
এই পরিস্থিতিকে ‘জরুরি অবস্থার সমান’ বলে বর্ণনা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি নিজে হাসপাতালগুলি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, “এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় দুবে জানিয়েছেন, ভাগীরথপুরার পুরো পাইপলাইন নেটওয়ার্ক পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে এলাকায় পরিশ্রুত জল সরবরাহ শুরু হলেও বাসিন্দাদের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জল ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুরো রাজ্যের জন্য একটি নতুন ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (SOP) তৈরি করা হচ্ছে।
মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় মধ্যপ্রদেশ সরকারকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। অভিযোগ উঠেছে যে, ভাগীরথপুরার বাসিন্দারা বেশ কয়েকদিন ধরেই দূষিত জল সরবরাহের অভিযোগ জানাচ্ছিলেন, কিন্তু প্রশাসন কোনো গুরুত্ব দেয়নি। এই গাফিলতির কারণেই এতগুলো প্রাণ গেল কিনা, তা খতিয়ে দেখছে কমিশন।
ইন্দোরের মতো ‘স্মার্ট সিটি’ এবং পরিচ্ছন্ন শহরে এমন ঘটনা নগরোন্নয়ন ও পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।
Bharat: Indore water crisis: 9 dead and 1,400+ sick due to contaminated water in Bhagirathpura. Investigation reveals a pipeline leak under a toilet caused the outbreak. CM Mohan Yadav orders strict action as NHRC issues notice to Madhya Pradesh govt.
