“ভারত-জাপান ‘বন্ধুত্ব’ পৃথিবীর গন্ডি ছেড়ে মহাকাশে…” প্রধানমন্ত্রী

ইন্দো-জাপান ইকোনমিক ফোরামে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তির ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য উন্নতির কথা উল্লেখ করে ‘বন্ধু’ জাপানের সঙ্গে এইসব ক্ষেত্রে ‘হাত মেলানোর’ আহ্বান দেওয়ার পর ‘বড়…

"ভারত-জাপান 'বন্ধুত্ব' পৃথিবীর গন্ডি ছেড়ে মহাকাশে..." প্রধানমন্ত্রী

ইন্দো-জাপান ইকোনমিক ফোরামে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তির ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য উন্নতির কথা উল্লেখ করে ‘বন্ধু’ জাপানের সঙ্গে এইসব ক্ষেত্রে ‘হাত মেলানোর’ আহ্বান দেওয়ার পর ‘বড় ঘোষণা’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার চন্দ্রযান-৫ (Chandrayan-5) মিশনেও ভারত-জাপান সখ্যতার দেখা মিলবে। শুক্রবার টোকিও থেকে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ISRO) এবং জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (JAXA) হাত ধরে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-৫ বলে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

তিনি বলেন, “এই দুই দেশের সখ্যতা এবং যোগদান পৃথিবীর বাইরে মহাকাশে ছড়িয়ে পড়বে। যা মানবজাতির উন্নতিতে নজির হয়ে থাকবে।” জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে কথোপকথনের পর দুই ছোট্ট বিবৃতির মাধ্যমে এই ঘোষণা করেন দুই প্রধানমন্ত্রী।

   

চন্দ্রযান-৫ মিশন

চলতি বছরের মার্চ মাসে ভারত সরকার দ্বারা অনুমোদিত এই মিশনে চাঁদের পৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের অধ্যয়ণ, জল বা বরফের অস্তিত্ব এবং অবস্থানের শনাক্তকরণ করা হবে। যার জন্য ২৫০ কেজি ওজনের একটি রোভার (Rover) মোতায়েন করা হবে। ২০২৩ সালে চন্দ্রযান-৩ (Chandrayan-3) এর চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর চন্দ্রযান-৫ মিশনের পরিকল্পনা করা হয়।

মার্চ মাসে এই অভিযানে ভারতের এবং জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রের যৌথ অনুমোদনায় এই চন্দ্রযান উৎক্ষেপ করা হবে বলে জানা গিয়েছিল। শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে জাপানের মাটি থেকেই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisements

জাপানে নরেন্দ্র মোদী

বর্তমানে ইন্দো-জাপান ইকোনমিক ফোরামে যোগ দিতে টোকিও গেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সেখানে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অর্ধপরিবাহী, কোয়ান্টাম কম্পিউটিং, জৈব প্রযুক্তি ছাড়াও মহাকাশ গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। আরও বলেন, “প্রতিরক্ষা এবং মহাকাশের পর নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রেও আমরা ‘প্রাইভেট প্লেয়ার’ (বেসরকারি খাতের লগ্নিকারি)-দের জন্য দরজা খুলতে চলেছি।”

জাপানের প্রযুক্তি এবং ভারতের মেধা একত্রিতভাবে এই শতাব্দীর প্রযুক্তি বিপ্লবে নতুন ইতিহাস গড়তে পারে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে বিনিয়োগকারিদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভারতে মূলধন কেবল বৃদ্ধি পায় না, তা বহুগুণে বাড়ে”।