Priyanka Gandhi: সংসদে ‘প্রিয়দর্শিনী’ প্রিয়াঙ্কা, গান্ধী পরিবারের তিনমূর্তি

পিতামহী ইন্দিরা ‘প্রিয়দর্শিনী’, পৌত্রী প্রিয়াঙ্কাও সংসদের পথে। জাতীয় কংগ্রেস সমর্থকরা মনে করেন, ইন্দিরার ছায়া প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) মধ্যে স্পষ্ট দেখা যায়। দেশের রাজনৈতিক খতিয়ানে শনিবার…

পিতামহী ইন্দিরা ‘প্রিয়দর্শিনী’, পৌত্রী প্রিয়াঙ্কাও সংসদের পথে। জাতীয় কংগ্রেস সমর্থকরা মনে করেন, ইন্দিরার ছায়া প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) মধ্যে স্পষ্ট দেখা যায়। দেশের রাজনৈতিক খতিয়ানে শনিবার (২৩ নভেম্বর) কংগ্রেসর কাছে শুভ দিন হিসেবে চিহ্নিত হয়ে গেল। লোকসভা উপনির্বাচনে কেরলের ওয়েনাড কেন্দ্র থেকে সিপিআই (CPI) প্রার্থীকে পরাজিত করে প্রত্যাশিত জয় ধরে রাখল কংগ্রেস।

Advertisements

CPIM নেতৃত্বে বাম জোট শাসিত কেরল। তবে রাজ্যের ওয়েনাড কেন্দ্রটি কংগ্রেস ঘাঁটি। এই কেন্দ্রে কংগ্রেসের প্রতিপক্ষ হিসেবে অপর বাম দল CPI বরাবর প্রতিদ্বন্দিতা করে পরাজিত হয়। যদিও তারা INDIA শরিক। ফলে ওয়েনাডে হয় বন্ধুত্বপূর্ণ লড়াই। সেই লড়াইতে পরপর দুবার জয়ী রাহুল গান্ধী নিজেদের পুরনো ঘাঁটি আমেঠি থেকেও জয়ী হন। এরপর তিনি তার বোন প্রিয়াঙ্কা গান্ধীর জন্য আসন ছেড়ে দেন। সেই মুহূর্তেই প্রিয়াঙ্কার সংসদীয় রাজনীতি নিশ্চিত হয়ে গেছিল। উপনির্বাচনের ফলাফলে মিলেছে সাংসদ হবার সরকারি শিলমোহর।

   

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার মা সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ। তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ। এবার সংসদ অধিবেশনে  ইন্দিরা পুত্র রাজীব পরবর্তী গান্ধী পরিবারের উত্তরসুরী তিন গান্ধীকে দেখা যাবে। এটি এদেশর সংসদীয় রাজনীতির বিরলতম ঘটনা।  যদিও গান্ধী পরিবারের আরও এক সদস্য ইন্দিরার অপর পুত্র সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা ও বরুণ সাংসদ হয়েছেন। সেক্ষেত্রে দুই গান্ধী সংসদে ঢুকেছিলেন। এবার তিন গান্ধীর সংসদ যাত্রা।

গত দুটি লোকসভা ভোট থেকেই প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের অন্যতম রাজনৈতিক প্রচারক। তাঁকে দলটির নেতৃত্ব দিতে বারবার কংগ্রেস সমর্থকরা দাবি করেছেন। এতে সায় দেয়নি গান্ধী পরিবার। প্রিয়াঙ্কা বরাবর তার ভাই রাহুল গান্ধীর পক্ষে সোচ্চার ছিলেন। এবার তিনি সাংসদ হয়ে প্রধানমন্ত্রীর মোদীর মুখোমুখি। বিজেপিতেও ইন্দিরার ছায়া পড়তে চলেছে বলে গুঞ্জন।