সাভারকারের মৃত্যুতে ইন্দিরার চিঠি! কংগ্রেসের কফিনে পেরেক মালব্যর

৭৯ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্যেশে ভাষণ দিয়েছেন (Malviya)। এই ভাষণে তিনি RSS এর ১০০ বছর পূর্তিতে সংঘের নাম করেছিলেন।…

Malviya

৭৯ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্যেশে ভাষণ দিয়েছেন (Malviya)। এই ভাষণে তিনি RSS এর ১০০ বছর পূর্তিতে সংঘের নাম করেছিলেন। এই বক্তৃতাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরী করেছিল কংগ্রেস। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।

তিনি অভিযোগ করেছিলেন যে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে লাল কেল্লার মঞ্চ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নাম উল্লেখ করে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অবমাননা করেছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছিলেন।

   

স্বাধীনতা দিবসের দিন একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে অখিলেশ বলেন, “তিনি বিজেপির প্রধানমন্ত্রী। বিজেপির প্রথম সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ধর্মনিরপেক্ষতা ও সমাজবাদের পথ অনুসরণ করবে। কিন্তু সংঘ পরিবারের লোকদের পথ ধর্মনিরপেক্ষ বা সমাজবাদী নয়। ইয়ে মুখ সে তো স্বদেশী হ্যায়, লেকিন মন সে বিদেশী হ্যায়।”

অর্থাৎ, তিনি মুখে স্বদেশী কথা বললেও মনে তিনি বিদেশি আদর্শে বিশ্বাসী।অখিলেশ যাদব তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির নীতির তীব্র সমালোচনা করেন। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে বিজেপি নেতা অমিত মালব্য ইন্দিরা গান্ধীর লেখা একটি চিঠি প্রকাশ্যে এনেছেন। যে চিঠিতে ইন্দিরা সাভারকারের মৃত্যুতে শোক জ্ঞাপন করে লিখেছিলেন “বীর সাভারকারের নাম সাহস ও দেশপ্রেমের প্রতীক।

Advertisements

তিনি একজন শাস্ত্রীয় বিপ্লবীর ছাঁচে গড়া ছিলেন, এবং অগণিত মানুষ তাঁর কাছ থেকে প্রেরণা পেয়েছেন। তাঁর মৃত্যু সমকালীন ভারতের এক মহান ব্যক্তিত্বকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে।” শুধু কংগ্রেস এবং অখিলেশ নয় মোদীর ভাষণের বিরোধিতা করেছিলেন সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছিলেন “ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল ।

লালকেল্লা থেকে মোদী জি আর এস এস শতবর্ষ পালন করলেন। ঐ আর এস এস,যার নেতা সাভারকর দ্বিজাতি তত্ত্বের জনক। ঐ সাভারকর যিনি সাম্রাজ‍্যবাদী ব্রিটিশ সরকারের কাছে বারংবার ক্ষমা ভিক্ষা করে ব্রিটিশ শাসনের পক্ষ অবলম্বন করার প্রতিশ্রুতি দিয়ে আজীবন পেনশন ভোগ করেছিলেন ; যে আরএসএস তিরাঙ্গা পতাকা কে বহুদিন অস্বীকার করেছিল,সেই আরএসএস কে গৌরবান্বিত করে ভারতের মূল বৈশিষ্ট্য কে কলঙ্কিত করলেন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত এক ব্যক্তি।

Mahindra উন্মোচন করল Vision S ও Vision X কনসেপ্ট, নতুন প্ল্যাটফর্মে তৈরি ভবিষ্যতের SUV

এই চিঠি কার্যত কংগ্রেস এবং বিরোধীদের বিরুদ্ধে জবাব হিসেবে ব্যবহার করেছেন মালব্য। আজ মোদির লালকেল্লা ভাষণের যারা বিরোধিতা করেছিলেন এই চিঠি জোঁকের মুখে নুন পড়ার মত হবে তা বলাই বাহুল্য।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News