মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! দিল্লিতে জরুরি অবতরণ লেহগামী ইন্ডিগো বিমানের

নয়াদিল্লি: ফের বিমান বিভ্রাট৷ আবারও ইন্ডিগো এয়ারলাইন্স৷ বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে লেহ যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এল ইন্ডিগোর বিমান 6E…

Engine Fault Forces Indigo Flight from Lucknow to Abort Takeoff, MP Dimple Yadav Onboard

নয়াদিল্লি: ফের বিমান বিভ্রাট৷ আবারও ইন্ডিগো এয়ারলাইন্স৷ বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে লেহ যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এল ইন্ডিগোর বিমান 6E 2006। সূত্রের খবর, বিমানটিকে ফের দিল্লিতেই জরুরি অবতরণ করানো হয়। বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত নয়, তবে তাঁদের সকলকেই নিরাপদে নামানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

Advertisements

টেকঅফের কিছুক্ষণের মধ্যেই গোলমাল

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, টেকঅফের কিছুক্ষণের মধ্যেই পাইলট যান্ত্রিক গোলমালের ইঙ্গিত পান। সঙ্গে সঙ্গে বিমানের গতি থামিয়ে আবার দিল্লি বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

   

এর আগের দিন, বুধবার, আরও দুটি ফ্লাইট বিভ্রাটে পড়ে ইন্ডিগো। বিকেল ৪:২০ মিনিটে ভুবনেশ্বর থেকে কলকাতা যাওয়ার কথা ছিল ইন্ডিগোর 6E ভুবনেশ্বর-কলকাতা ফ্লাইট। কিন্তু রানওয়ে থেকেই থামিয়ে আনতে হয় বিমানটিকে। যাত্রীদের দাবি, টেকঅফের সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়। বিমানটিকে পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয় এবং পরে বাতিল করা হয়।

পাখির ধাক্কা Indigo technical snags

ইন্ডিগোর পক্ষ থেকে দাবি করা হয়, বিমানে পাখির ধাক্কা লাগায় এই সমস্যা দেখা দেয়। প্রায় ১৮০ জন যাত্রী প্রায় দেড় ঘণ্টা ধরে ভুবনেশ্বর বিমানবন্দরে আটকে ছিলেন। বিমানের বাতিল হওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়েন অনেক যাত্রী।

এর আগে দুপুরেই, দিল্লি থেকে রায়পুর গিয়েছিল ইন্ডিগোর 6E 6312 ফ্লাইট। কিন্তু রায়পুরের বীর নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ২:২৫ মিনিট নাগাদ ল্যান্ড করার পর সমস্যার মুখে পড়ে বিমানটি। টেকনিক্যাল কোন ত্রুটি হয়েছিল কিনা তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তবে যাত্রীদের একাংশ আতঙ্কিত হয়ে পড়েন।