কলকাতা-শ্রীনগরগামী ইন্ডিগো ফ্লাইটের জরুরি অবতরণ বারাণসীতে

IndiGo Kolkata Srinagar flight emergency landing Varanasi

বারাণসী, ২০ অক্টোবর: কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার পথে মাঝ আকাশে বিপত্তি।  ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo) 6E6961 নম্বর ফ্লাইটে হঠাৎই জ্বালানি সমস্যার কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিতে হয়। ফলে বিমানটি প্রায়োরিটি ল্যান্ডিং করে বারাণসী বিমানবন্দরে।

Advertisements

বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, ফ্লাইটটিতে মোট ১৬৬ জন যাত্রী ছিলেন। নিরাপত্তাজনিত কারণে কোনো ঝুঁকি না নিয়েই পাইলট বিমানটিকে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেন।

ফ্লাইট অবতরণের পরপরই টেকনিক্যাল টিম বিমানটি পরীক্ষা শুরু করেছে। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাথমিকভাবে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

একজন যাত্রী বলেন, “হঠাৎ ঘোষণা শোনা যায় যে ফুয়েল সমস্যা হয়েছে, সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে পাইলট ও ক্রু মেম্বাররা খুবই শান্তভাবে পরিস্থিতি সামলেছেন।”

Advertisements

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ক্ষেত্রে সাধারণত বিমানকে নিকটবর্তী এয়ারপোর্টে নামানোই নিয়ম। ইন্ডিগোর পক্ষ থেকেও জানানো হয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।

ঘটনাটি ঘিরে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও, শেষ পর্যন্ত সকলেই নিরাপদে আছেন—এটাই বড় স্বস্তির খবর।