ওড়ার ঠিক আগে ইন্ডিগোর বিমানে আগুন, ‘মেডে’ কল পাইলটের

Good News for Air Travelers: 1,500 Flights to Operate Nationwide on Sunday
Good News for Air Travelers: 1,500 Flights to Operate Nationwide on Sunday

আমেদাবাদ: ফের শিরোনামে আমেদাবাদ! পাখা মেলার প্রাক মুহূর্তে বিপদের পদধ্বনি৷ আতঙ্ক ছড়াল ইন্ডিগোর ডিউগামী ফ্লাইটে। আমেদাবাদ বিমানবন্দরের রানওয়েতে গতি নিতে শুরু করেছিল বিমানটি৷ এমন সময় আগুন ধরে যায় বিমানের এক ইঞ্জিনে (indigo flight engine fire)। পাইলট দ্রুত ‘মে-ডে’ বার্তা পাঠান এয়ার ট্রাফিক কন্ট্রোলে। মুহূর্তে বাতিল হয় উড়ান। সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয় বিমানের ৬০ যাত্রীকে।

বুধবার সকালে এই ঘটনাটি ঘটে ইন্ডিগো ফ্লাইট 6E 7966-তে৷ বিমানটি আমেদাবাদ থেকে ডিউ যাওয়ার কথা ছিল। ATR-76 মডেলের এই বিমানটিতেই টেক-অফের ঠিক আগে ধরা পড়ে ইঞ্জিনের প্রযুক্তিগত সমস্যা এবং তাতে আগুনও ধরে যায়৷ 

   

ইন্ডিগো সূত্রে জানানো হয়েছে, “ওড়ার ঠিক পূর্বে একটি প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। নিয়ম মেনে পাইলট অবিলম্বে বিমানটিকে বেস-এ ফিরিয়ে আনেন। যাত্রীদের সুরক্ষিতভাবে নামিয়ে দেওয়া হয়েছে। বিমানটিকে এখন কারিগরি পরীক্ষার জন্য রাখা হয়েছে।”

বিমানসংস্থার তরফে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা পরবর্তী ফ্লাইটে যেতে চান, তাঁদের জন্য বুকিং করা হয়েছে। আবার যাঁরা টাকা ফেরত চান, তাঁদের সেই সুবিধাও দেওয়া হচ্ছে। সঙ্গে ছিল রিফ্রেশমেন্ট ও সাময়িক থাকার ব্যবস্থাও।

এই ঘটনার ঠিক আগের দিনেই দিল্লির আইজিআই বিমানবন্দরে অবতরণের পর হংকং থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আগুন লাগে APU (অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট)-তে। যদিও তখন যাত্রীরা প্রায় নেমে গিয়েছিলেন এবং কেউ আহত হননি। বিমানে আগুন লাগা পরপর দুটি ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও, বিমানসংস্থাগুলোর দাবি, সুরক্ষা প্রোটোকল মেনেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন