রাত ১টায় আঘাত কেন? অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন সিডিএস

নয়াদিল্লি: রাত ১টা৷ সীমান্ত পেরিয়ে ভারত চালাল সার্জিক্যাল স্ট্রাইক৷ কেন এই সিদ্ধান্ত? কেন মধ্যরাত? সেই জবাব দিলেন প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান৷ তিনি জানান এই…

India's midnight surgical strike

নয়াদিল্লি: রাত ১টা৷ সীমান্ত পেরিয়ে ভারত চালাল সার্জিক্যাল স্ট্রাইক৷ কেন এই সিদ্ধান্ত? কেন মধ্যরাত? সেই জবাব দিলেন প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান৷ তিনি জানান এই সিদ্ধান্ত  ছিল কৌশল, আত্মবিশ্বাস এবং মানুষের জীবন রক্ষার প্রতি দায়বদ্ধতা। তিনি বৃহস্পতিবার রাজভবনে জানালেন, ৭ মে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর সময় নির্ধারণটি সম্পূর্ণভাবে তাৎপর্যপূর্ণ ছিল। সন্ত্রাস ধ্বংসের পাশাপাশি মানুষের ক্ষতি এড়ানোই ছিল লক্ষ্য।

প্রয়োজনীয় চিত্র ও সিগন্যাল সংগ্রহ

চৌহান মনে করিয়ে দিলেন, ২০১৯ সালের বালাকোট অভিযানে স্যাটেলাইট বা ছবি দিতে সমস্যা হয়েছিল। এবার মধ্যরাত বেছে নেওয়া হলেও সেনাবাহিনীর বিশ্বাস ছিল তারা অন্ধকারে প্রয়োজনীয় চিত্র ও সিগন্যাল সংগ্রহ করতে পারবে এবং তাতে সাধারণ মানুষের মৃত্যুর সম্ভাবনাও কম থাকবে। তাঁর কথায়, “সকাল পাঁচটা-ছ’টা হয়তো কর্মতৎপরতার দিক থেকে সুবিধাজনক হতো, কিন্তু তখন অনেকেই প্রার্থনায় থাকেন; আমরা কাউকে অপদস্থ করতে চাইনি।”

   

অপারেশন সিঁদুরের প্রথম ধাক্কা আসে রাত ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে, নয়টি নির্দিষ্ট জঙ্গি লক্ষ্যভেদে। এতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করা হয়৷ ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় নিহত সাধারণ মানুষের প্রতিশোধের জবাব দেয় ভারত।

Advertisements

নতুন যুদ্ধনীতি India’s midnight surgical strike

চৌহান বলছেন, এ অভিযান কেবল ক্ষেপণাস্ত্র বা বিমানহানার গল্প নয়, এটি একটি নতুন যুদ্ধনীতি প্রদর্শন করে। আজকের যুদ্ধক্ষেত্র শুধু ভূমি-আকাশ-সমুদ্র নয়; সেখানে আছে মহাকাশ, সাইবার, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এবং সিগন্যাল ইন্টেলিজেন্স। বিজয়ের মান নির্ধারিত হবে এখন প্রযুক্তির নিখুঁত ব্যবহার ও লক্ষ্যভেদে—আর সবচেয়ে জরুরি, বেসামরিক প্রাণ রক্ষায় কতোটা সংবেদনশীলতা দেখানো হল।

তিনি আরও যোগ করেন, এই অভিযান থেকে তিন বাহিনী যে শেখা পেয়েছে—সমন্বয়, প্রস্তুতি ও প্রযুক্তি সংযুক্তি—সেগুলোই ভবিষ্যতের সংগ্রামের ভিত্তি হবে। শেষ কথা ছিল স্পষ্ট: আজকের লড়াইতে বিজয় কেবল আলোকচিত্রে নাম লেখানো নয়; সেটা প্রতিটি ডোমেনে শ্রেষ্ঠত্ব বজায় রাখায়।