কলকাতা: ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। আধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল রাত্রিকালীন যাত্রার অভিজ্ঞতা দিতে আগামী ২২ জানুয়ারি থেকে চালু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Sleeper Express)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শনিবার হাওড়া ও কামাখ্যার মধ্যে এই অত্যাধুনিক ট্রেনটির উদ্বোধন করেন। এই ট্রেন চালু হওয়ার ফলে পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে যাতায়াত আরও দ্রুত, আরামদায়ক ও নিরাপদ হয়ে উঠবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
এই নতুন ট্রেনটি চলবে ২৭৫৭৫ ও ২৭৫৭৬ নম্বর হাওড়া–কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস হিসেবে। কামাখ্যা প্রান্ত থেকে ট্রেনটির যাত্রা শুরু হবে আগামী ২২ জানুয়ারি থেকে এবং হাওড়া প্রান্ত থেকে যাত্রা শুরু হবে ২৩ জানুয়ারি থেকে।
রেল সূত্রে জানা গিয়েছে, ২৭৫৭৬ নম্বর কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস প্রতিদিন চলবে বুধবার বাদে। এই ট্রেনটি কামাখ্যা থেকে সন্ধে ৬টা ১৫ মিনিটে রওনা দিয়ে পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। অন্যদিকে ২৭৫৭৫ নম্বর হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস বৃহস্পতিবার বাদে প্রতিদিন চলবে। হাওড়া থেকে এই ট্রেনটি সন্ধে ৬টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছাবে।
এই ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া স্টেশনে থামবে। এর ফলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতার রেল যোগাযোগ আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।
রাত্রিকালীন দীর্ঘ যাত্রার কথা মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি। ট্রেনের কোচগুলিতে রয়েছে আরামদায়ক আর্গোনমিক ডিজাইনের বার্থ, পর্যাপ্ত লাগেজ রাখার জায়গা, আধুনিক শৌচাগার এবং দিব্যাঙ্গজন-বান্ধব সুবিধা। পাশাপাশি যাত্রীদের জন্য থাকছে মডিউলার প্যান্ট্রি এবং ভাড়ার অন্তর্ভুক্ত স্থানীয় খাবারের ব্যবস্থা। উন্নত জীবাণুনাশক প্রযুক্তির মাধ্যমে যাত্রাপথে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নিরাপত্তার দিক থেকেও এই ট্রেনটি অত্যাধুনিক। এতে রয়েছে দেশীয় কবচ সিস্টেম, উন্নত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং সিসিটিভি নজরদারি। সব মিলিয়ে যাত্রীদের জন্য একটি নিরাপদ, দক্ষ এবং বিশ্বমানের রেল পরিষেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারতীয় রেল।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের টিকিট মঙ্গলবার থেকেই পিআরএস কাউন্টার এবং অনলাইনে বুক করা যাচ্ছে। যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই এই ট্রেন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস শুধু একটি নতুন ট্রেন নয়, বরং ভারতীয় রেলের আধুনিকীকরণের এক বড় উদাহরণ। দ্রুত গতি, বিলাসবহুল যাত্রা, উন্নত পরিষেবা এবং সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে এই ট্রেন ভবিষ্যতের রেল যাত্রার মানদণ্ড তৈরি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের কাছে এটি নিঃসন্দেহে এক বড় সুখবর।
