বিদেশি নির্ভরতা ভাঙার ডাক দিলেন মোদী

গুজরাট: গুজরাটের ভবনারগরে শনিবার এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) জানালেন, আজকের বিশ্বপরিস্থিতিতে ভারতের কোনও আন্তর্জাতিক শত্রু নেই। তবে ভারতের সবচেয়ে বড়…

Narendra Modi PM Mitra Park inauguration

গুজরাট: গুজরাটের ভবনারগরে শনিবার এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) জানালেন, আজকের বিশ্বপরিস্থিতিতে ভারতের কোনও আন্তর্জাতিক শত্রু নেই। তবে ভারতের সবচেয়ে বড় শত্রু হল বিদেশি দেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। তাঁর বক্তব্যে আত্মনির্ভর ভারতের স্বপ্নই বারবার উঠে আসে।

মোদী বলেন, ‘‘আমাদের কোনও বড় শত্রু নেই বিশ্বে। কিন্তু যদি কোনও শত্রু থাকে, সেটা হল বিদেশি নির্ভরতা। ভারতের সবচেয়ে বড় শত্রু এই নির্ভরতা, আর আমাদের একসঙ্গে মিলেই এই শত্রুকে হারাতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আত্মনির্ভরতা কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি দেশের মর্যাদা, আত্মসম্মান ও নিরাপত্তার সঙ্গে জড়িত।’’

   

প্রধানমন্ত্রীর মতে, ‘‘যত বেশি বিদেশি নির্ভরতা বাড়বে, ততই দেশ পিছিয়ে পড়বে। ১৪০ কোটির ভবিষ্যৎ আমরা অন্য দেশের হাতে ছেড়ে দিতে পারি না। আগামী প্রজন্মের উন্নয়নকে ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। শত সমস্যার একমাত্র সমাধান হল আত্মনির্ভর ভারত।’’

এদিন তিনি অতীত কংগ্রেস সরকারের নীতিকেও তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনাকে কংগ্রেস অবহেলা করেছে। ‘‘দশকের পর দশক ধরে দেশকে লাইসেন্স-কোটা রাজের জালে ফাঁসিয়ে রাখা হয়েছিল। ফলে ভারত বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিশ্বায়নের যুগে দেশ কেবল আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়ল। এই নীতির ফলে লক্ষ-কোটি টাকার দুর্নীতি হয়েছে, দেশের যুবকদের ক্ষতি হয়েছে,’’ বলেন মোদী।

Advertisements

প্রধানমন্ত্রী জানান, ভারত কখনওই সম্ভাবনার অভাবে পিছিয়ে পড়েনি, বরং নীতির ভুলের কারণে উন্নয়নের প্রকৃত শক্তি প্রকাশ পায়নি। তাঁর মতে, ‘‘ভারতের ভিতরে বিপুল সম্ভাবনা আছে, কিন্তু কংগ্রেস সরকার সেই সম্ভাবনাকে কাজে লাগায়নি।’’

এই জনসভা থেকেই প্রধানমন্ত্রী ৩৪,২০০ কোটিরও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে সমুদ্রবন্দর, জ্বালানি খাত, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন ও নগরোন্নয়ন। মোদীর দাবি, ‘‘এই সব প্রকল্প গুজরাটকে আরও উন্নত করবে এবং ভারতের উন্নয়নের একটি নতুন মডেল তৈরি করবে।’’

সভা শেষে তিনি দেশবাসীকে আত্মনির্ভর ভারতের অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান। মোদীর বার্তা, ‘‘গুজরাট সবসময় আত্মনির্ভরতার উদাহরণ দিয়েছে। এবার গোটা দেশকে সেই পথে হাঁটতে হবে।’’

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, লোকসভা ভোটের আগে আত্মনির্ভর ভারতকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে নতুন বার্তা পৌঁছে দিতে চাইছেন। বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্প ও উৎপাদন বৃদ্ধি করে উন্নয়নকে আরও গতিশীল করাই মোদী সরকারের অঙ্গীকার।