উত্তাল বাংলাদেশ, সেদেশে বসবাসকারী ভারতীয়দের বিশেষ বার্তা হাই কমিশনের

কোটা সংরক্ষণ আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বাংলাদেশ। রাস্তায় নেমে আন্দোলনে পড়ুয়ারা। প্রায়ই সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ছেন পুলিশ, শাসকদল আওয়ামী লীগের ছাত্র…

indias advisory to nationals in bangladesh amid job quota violence

কোটা সংরক্ষণ আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বাংলাদেশ। রাস্তায় নেমে আন্দোলনে পড়ুয়ারা। প্রায়ই সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ছেন পুলিশ, শাসকদল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সদস্যরা। কার্যত বনধের চেহারা রাজধানী ঢাকায়। এই পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য বিশেষ বার্তা দিল ভারতীয় হাই কমিশন।

বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশনের তরফে একটি ‘অ্যাডভাইসরি’ প্রকাশ করা হয়েছে। সেখানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে থাকা ভারতীয়দের এবং বাংলাদেশে পড়তে যাওয়া এ দেশের পড়ুয়াদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

   

কোটা বিরোধী বিক্ষোভে রক্তাক্ত পদ্মাপারের বাংলা, সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

হাই কমিশনের তরফে জানানো হয়েছে যে, কোনও রকম জরুরি পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের ভারতীয়রা যেন হাই কমিশন এবং অ্যাসিসট্যান্ট হাই কমিশনের সঙ্গে জরুরি নম্বরে যোগাযোগ করে। বাংলাদেশের বিভিন্ন জায়গার অ্যাসিসট্যান্ট হাই কমিশনের এমার্জেন্সি নম্বরগুলি হল-

ঢাকা- ৮৮০-১৯৩৭৪০০৫৯১
রাজশাহি- ৮৮০-১৭৮৮১৪৮৬৯৬
চট্টগ্রাম- ৮৮০-১৮১৪৬৫৭৯৭/ ৮৮০-১৮১৪৬৫৪৭৯৯
সিলেট- ৮৮০-১৩১৩০৭৬৪১১
খুলনা- ৮৮০-১৮১২৮১৭৭৯৯

উপরের সবকটি নম্বরে হোয়াটঅ্যাপও করা যাবে।

পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা সরকার। যানবাহন চলাচল প্রায় বন্ধ। স্তব্ধ বাংলাদেশের জনজীবন।

হাসিনা সরকারে, মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে তাঁদের পরিবারের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ চালু করেছে। প্রতিবাদে মুখপ ছাত্রদের একাংশ। আন্দোলনকারীদের দাবি, এই সংরক্ষণের জন্যই সরকারি চাকরির সুযোগ কমছে সাধারণ মেধাবীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হলেও ক্রমেই তা জাহাঙ্গির নগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে।