Monday, December 8, 2025
HomeBharatপাকিস্তানি জেলে ‘প্রেম’! সীমান্ত পেরিয়ে প্রেমিকার কাছে যাওয়ার চেষ্টা! ধৃত যুবক

পাকিস্তানি জেলে ‘প্রেম’! সীমান্ত পেরিয়ে প্রেমিকার কাছে যাওয়ার চেষ্টা! ধৃত যুবক

- Advertisement -

রাজস্থানের বিকানের সীমান্তে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক অন্ধ্রপ্রদেশের যুবক। শুক্রবার ভারত–পাক সীমান্তের কাছে ধরা পড়েন বিশাখাপত্তনমের বাসিন্দা বিটেক স্নাতক প্রশান্ত বেদম। অভিযোগ, পাকিস্তানে বসবাসকারী তাঁর ‘বান্ধবী’-র সঙ্গে দেখা করতেই তিনি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার পরিকল্পনা করেছিলেন।

সীমান্তরক্ষীরা জানিয়েছে, ৫ ডিসেম্বর বিকেলে খাজুওয়ালায় একটি বাস থেকে নেমে আন্তর্জাতিক সীমান্তের দিকে দ্রুত হেঁটে যাচ্ছিলেন প্রশান্ত। তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিএসএফ জওয়ানরা তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁকে খাজুওয়ালা থানার হাতে তুলে দেওয়া হয়। খাজুওয়ালার এসএইচও হরপাল সিং জানিয়েছেন, প্রশান্ত পাকিস্তানে যাওয়ার চেষ্টা করার কথা স্বীকার করেছেন এবং সীমান্ত পার হওয়ার সহজ পথ খুঁজছিলেন বলে দাবি করেছেন।

   

এর আগেও নাকি পাকিস্তানে ঢুকেছিলেন!

প্রাথমিক তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে। জানা গিয়েছে, ২০১৭ সালে বিকানেরের কর্নি পোস্ট দিয়ে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকেছিলেন প্রশান্ত। তাঁকে পাক সেনাবাহিনী গ্রেফতার করে এবং চার বছর—২০২১ পর্যন্ত—হেফাজতে রাখে। পরে তাঁকে আটারি সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়। তবু ফের পাকিস্তানে যাওয়ার চেষ্টা তাঁর বক্তব্যকে আরও সন্দেহজনক করে তুলছে বলে নিরাপত্তা বাহিনীর দাবি।

‘জেলের ভিতর প্রেম’, নাকি অন্য রহস্য?

ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে বন্দি থাকাকালীন এক মহিলা বন্দির প্রেমে পড়েছিলেন প্রশান্ত—এ দাবি করেছেন তিনি নিজেই। আবার জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় দশ বছর আগে আলাপ হওয়া রাওয়ালপিন্ডির বাসিন্দা ‘প্রবিতা’ নামের এক বান্ধবীর সঙ্গে দেখা করতেই পাকিস্তানে ফিরছিলেন তিনি। এই দুই বয়ানের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তদন্তকারী সংস্থাগুলি। ওই মহিলার সঙ্গে আদৌ তাঁর যোগাযোগ ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।

পারিবারিক দাবি: মানসিক সমস্যায় ভুগছেন যুবক

অন্ধ্রপ্রদেশে প্রশান্তের পরিবারকে ঘটনার খবর জানানো হয়েছে। তাঁর ভাই খাজুওয়ালায় পৌঁছচ্ছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরিবারের দাবি, প্রশান্তের কিছু মানসিক সমস্যা রয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের মতে, প্রশান্ত বিটেক স্নাতক এবং অতীতে চিন ও আফ্রিকার বিভিন্ন জায়গায় কাজ করেছেন।

ফিলহাল তাঁকে খাজুওয়ালার একটি ‘সেফ হাউস’-এ রাখা হয়েছে। সেনাবাহিনী, বিএসএফ ও গোয়েন্দা সংস্থাগুলি যৌথভাবে জিজ্ঞাসাবাদ করছে। শুধু প্রেমঘটিত কারণেই তিনি সীমান্ত পার হতে চেয়েছিলেন, নাকি এর আড়ালে গুপ্তচরবৃত্তির মতো গুরুতর কোনও উদ্দেশ্য লুকিয়ে আছে—তারই তদন্ত চলছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular