Indian soldiers: বরফে পাঁচ কিমি হেঁটে গর্ভবতীকে হাসপাতালে পৌঁছাল ভারতীয় সেনা

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী (Indian soldiers) কালারুসের বরফে ঢাকা বারাখেত গ্রাম থেকে এক গর্ভবতী মহিলাকে উদ্ধার করে তার চিকিৎসা করায়

Indian soldiers

short-samachar

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী (Indian soldiers) কালারুসের বরফে ঢাকা বারাখেত গ্রাম থেকে এক গর্ভবতী মহিলাকে উদ্ধার করে তার চিকিৎসা করায়। জওয়ানরা বরফের মধ্যে পাঁচ কিলোমিটার হেঁটে মহিলাকে স্ট্রেচারে শুইয়ে চিকিৎসা করান। প্রসবের পর মা-শিশু দুজনেই সুস্থ আছে।

   

সোমবার সকালে বরফে ঢাকা বড়ক্ষেত থেকে জরুরি কল পায় সেনাবাহিনী। লোকজন জানান, গর্ভবতী মহিলার দ্রুত চিকিৎসা প্রয়োজন। এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় গ্রামবাসীরা সেনাবাহিনীর সাহায্য চেয়েছিল।

পিচ্ছিল তুষারপাতের কারণে প্রাইভেট বা সেনাবাহিনীর কোনও যানবাহন বাড়িতে পৌঁছাতে পারেনি। পরিস্থিতির গাম্ভীর্য দেখে সেনা সদস্য ও চিকিৎসাকর্মীরা উদ্ধারকাজ চালান।

জওয়ানরা মহিলাকে স্ট্রেচারে পাঁচ কিলোমিটার হেঁটে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছায়৷ এই অভিযানের সময় একটানা তুষারপাত হচ্ছিল। সুমো ব্রিজের কাছে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছিল মেডিকেল টিম। এই অভিযানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে পরিবার।