ট্রেনে বসে সহজেই পছন্দের খাবার অডার করুন, কিন্তু কিভাবে?

আমরা যখনই ট্রেনে ভ্রমণ করি (Indian Railways), তখন আমরা খাবার কিভাবে পাবো তা নিয়ে চিন্তিত থাকি। পাশাপাশি খাবারের গুনমান নিয়েও চিন্তিত থাকি। তবে এবার থেকে…

indian-railways

আমরা যখনই ট্রেনে ভ্রমণ করি (Indian Railways), তখন আমরা খাবার কিভাবে পাবো তা নিয়ে চিন্তিত থাকি। পাশাপাশি খাবারের গুনমান নিয়েও চিন্তিত থাকি। তবে এবার থেকে আর চিন্তা করার দরকার নেই, ট্রেনে বসেই আপনি আপনার পছন্দের খবার অডার করে নিতে পারেন । যাত্রীদের সুবিধার্থে এমনই বিশেষ ব্যবস্থা করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। কিন্তু কিভাবে?

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) খাদ্য সরবরাহকারী Zomato সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এখন আপনি ভ্রমনের সময় যেকোনো জায়গা থেকে খুব সহজে অনলাইনে মাধ্যমে নিজের পছন্দ মত Zomato থেকে খাবার অডার করতে পারবেন। দূরের যাত্রার ক্ষেত্রেও এর সুবিধা নিতে পারবেন যাত্রীরা।

   

 

Zomato এর কর্ণধার দীপেন্দর গোয়াল সমাজ মাধ্যমে লিখেছেন, ‘এখন রেলওয়ে নেটওয়ার্ক Zomato অনলাইনের মাধ্যমে 100 টিরও বেশি রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত। ট্রেনের কোচে(Indian Railways) যাত্রীদের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে, এর জন্য আমরা IRCTC-এর সঙ্গে আমাদের অংশীদারিত্ব জোরদার করেছি। আমরা ইতিমধ্যে ট্রেনগুলিতে 10 লক্ষ অর্ডার সম্পন্ন করেছি।’

Zomato এর কর্ণধার দীপেন্দর গোয়ালের এই পোস্টটি শেয়ার করে IRCTC লিখেছে, ‘রেলের যাত্রীদের কাছে বিভিন্ন ধরণের খাবার সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্বের মাধ্যমে, আমরা ভালো মানের খাবার সরবরাহ করব এবং যাত্রীদের ভ্রমণের সময় ভালো অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব।’  

উল্লেখ্য, বর্তমানে ৪৪ টি শহরে ভ্রমনের সময় Zomato ট্রেনে (Indian Railways) খাবার সরবরাহ করে থাকে। ২০২৩ সালে Zomato প্রথমবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)যুক্ত হয় । তারা প্রথমে পাঁচটি স্টেশনে মধ্যমে এই প্রকল্পটি শুরু করে। এর মধ্যে ছিল নয়াদিল্লি, প্রয়াগরাজ, কানপুর, লখনউ এবং বারাণসীর মতো শহর। এর পরে Zomato প্রকল্পটি আহমেদাবাদ, নাগপুর, গোয়া, ভোপাল, সুরাত সহ অনেক শহরে ছড়িয়ে যায়। যাত্রীরা Zomato অ্যাপ থেকে বা অনলাইনে খবার অডার করতে পারবেন। খাবার অর্ডার করতে যাত্রীদের তাদের পিএনআর নম্বর লিখতে হবে।