Indian Railways: রেলের হৈ হৈ ফেলা উদ্যোগে দারুন সাফল্য, গর্ব হতে বাধ্য

‘Operation Nanhe Farishte’, শিশু পাচার রোধে এক যুগান্তকারী উদ্যোগ ভারতীয় রেলের। ‘Operation Nanhe Farishte’- সেই লক্ষ্যেই গঠিত এক মিশন। বেশ কয়েক বছর ধরে চলছে রেলের…

Indian Railways job opportunities

‘Operation Nanhe Farishte’, শিশু পাচার রোধে এক যুগান্তকারী উদ্যোগ ভারতীয় রেলের। ‘Operation Nanhe Farishte’- সেই লক্ষ্যেই গঠিত এক মিশন। বেশ কয়েক বছর ধরে চলছে রেলের তরফে আয়োজিত এই বিশেষ অপারেশন। রেলের তরফে সম্প্রতি দেওয়া এক পরিসংখ্যান অনুসারে গত সাত বছরে (২০১৮-মে ২০২৪) পর্যন্ত আরপিএফ বিশেষ এই অভিয়ানের অধীনে ৮৪ হাজারের বেশি শিশুকে উদ্ধার করেছে বিভিন্ন স্টেশন ও চলন্ত ট্রেন থেকে।

রেল মন্ত্রকের মতে, ‘Operation Nanhe Farishte’- শুধুমাত্র একটি ‘অভিযান’ই নয়, হাজার হাজার শিশুকে সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছাতে ‘এক মিশন’ হিসাবে কাজ করছে। এই অভিযানে উদ্ধার হওয়া শিশুরা কেউ গৃহহীন, কেউ মানসিক বিকারগ্রস্ত, কেউবা ঘরছাড়া।

   

চালু হচ্ছে মেট্রোর Yellow Line, উপকৃত হবেন লক্ষ লক্ষ যাত্রী

২০১৮ সালের মে মাসে, রেলের তরফে ‘Operation Nanhe Farishte’-এর সূচনা হয়েছিল। এই অপারেশনের অধীনে আরপিএফ গত এক বছরে বছর মোট ১৭, ১১২টি শিশুকে বিভিন্ন স্টেশন ও চলন্ত ট্রেন থেকে থেকে উদ্ধার করেছে। এর মধ্যে ১৩, ১৮৭ টি শিশু ছিল ঘরছাড়া। ২, ১০৫ জন নিখোঁজ, ৪০০ জন অনাথ, ৮৭ জন অপহৃত, ৭৮ জনকে মানসিক প্রতিবন্ধী এবং ১৩১ জন গৃহহীন শিশু। ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে, ৪, ৬০৭ টি শিশুকে উদ্ধার করেছে আরপিএফ।

আরও নাস্তানাবুদ বাইডেন! প্রেসিডেন্টের লড়াই থেকে জো-কে সরাতে এবার মরিয়া ওবামা

আরপিএফ এই প্রচেষ্টায় শুধুমাত্র শিশুদেরই উদ্ধার করা হয়নি, পলাতক এবং নিখোঁজ শিশুদের দুর্দশার বিষয়েও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। আরপিএফ এই অপারেশনের পরিধি ক্রমাগত বাড়াতে শুরু করেছে। একই সঙ্গে প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ভারতের বিশাল রেলওয়ে নেটওয়ার্কে শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।