
যাত্রীস্বার্থে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে ট্রেন ছাড়ার অনেক আগেই প্রকাশ করা হবে রিজার্ভেশন চার্ট। ট্রেন ছাড়ার কমপক্ষে ৯ থেকে ১০ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি ও প্রকাশ করার নির্দেশিকা জারি করেছে রেলওয়ে বোর্ড। মঙ্গলবার সন্ধ্যায় রেল বোর্ডের তরফে এই মর্মে আনুষ্ঠানিক নির্দেশ প্রকাশ করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের মধ্যে রিজার্ভেশন চার্ট নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। বিশেষ করে ওয়েটিং লিস্ট বা RAC-তে থাকা যাত্রীরা শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় থাকতেন। এই সমস্যা দূর করতেই চার্ট তৈরির সময়সীমা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কখন তৈরি হবে রিজার্ভেশন চার্ট?
নতুন নির্দেশিকা অনুযায়ী, ভোর ৫টা ১ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত যে ট্রেনগুলি ছাড়বে, সেই ট্রেনগুলির রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৮টায় তৈরি করা হবে।
অন্যদিকে, দুপুর ২টো ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ পর্যন্ত যে ট্রেনগুলি ছাড়বে, সেগুলির রিজার্ভেশন চার্ট ট্রেন ছাড়ার কমপক্ষে ১০ ঘণ্টা আগে প্রকাশ করা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে মধ্যরাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে ছাড়ার ট্রেনগুলির ক্ষেত্রেও।
এতদিন কী নিয়ম ছিল?
এতদিন পর্যন্ত ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট তৈরি করা হত। ফলে ওয়েটিং লিস্ট বা RAC-এ থাকা যাত্রীরা একেবারে শেষ মুহূর্তে এসে জানতে পারতেন তাঁদের টিকিট কনফার্ম হয়েছে কি না। অনেক ক্ষেত্রেই দূর থেকে আসা যাত্রীরা চার্ট প্রকাশের আগেই স্টেশনে পৌঁছে যেতেন। পরে টিকিট কনফার্ম না হওয়ায় তাঁদের সময় ও অর্থ—দুটোই অপচয় হত।
রেলওয়ের কাছে দীর্ঘদিন ধরেই যাত্রীদের অভিযোগ ছিল, চার্ট তৈরিতে দেরি হওয়ার কারণে সঠিক ভ্রমণ পরিকল্পনা করা সম্ভব হচ্ছিল না। নতুন এই ব্যবস্থায় যাত্রীরা অনেক আগেই নিজেদের টিকিটের অবস্থা জানতে পারবেন বলে আশা করছে রেল। রেল কর্তৃপক্ষের মতে, এই সিদ্ধান্ত যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা আরও সহজ ও স্বচ্ছ করবে।









