ফের বিপদের মুখে পড়লেন রেল (Indian Railways) যাত্রীরা। আবারও অগ্নিকাণ্ড। এবার পুরীগামী (Puri) ট্রেনে।
ভারতীয় রেলে ফের আগুন লাগার ঘটনা। শনিবার ২৯ জানুয়ারি গান্ধীধাম-পুরী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড বলে খবর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নন্দুরবার স্টেশনের কাছে। খবরে প্রকাশ, এদিন সকাল সাড়ে ১০ টা নাগাস সুপারফাস্ট ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মুখ্য মুখপাত্র সুমিত ঠাকুর জানিয়েছেন, এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে স্থানীয় পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলগুলিকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছিল ঘটনাস্থলে। জরুরি ভিত্তিতে শুরু করে সম্ভব হয়েছিল আগুন নেভানোর কাজ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে জ্বলন্ত প্যান্ট্রি কার থেকে অন্যান্য কামরাতেও ছড়িয়ে পড়ছিল আগুন। ধোঁয়া প্রবেশ করেছিল শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতেও। স্বভাবতই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অন্য কোনো কামরায় আগুন লেগেছে কি না, আগুন কীভাবেই-বা লাগল, সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।