ট্রেন টিকিট বুকিংয়ের নিয়মে বড় বদল, ২০২৬ থেকে নতুন সময়সূচি

অনলাইন টিকিট জালিয়াতি, বাল্ক বুকিং এবং ভুয়ো অ্যাকাউন্টের রমরমা ঠেকাতে যুগান্তকারী সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ২০২৬ সালের জানুয়ারি থেকে আধার-যাচাইকরণ ছাড়া আর কোনওভাবেই অনলাইন ট্রেন…

Indian Railways new ticket booking rules

অনলাইন টিকিট জালিয়াতি, বাল্ক বুকিং এবং ভুয়ো অ্যাকাউন্টের রমরমা ঠেকাতে যুগান্তকারী সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ২০২৬ সালের জানুয়ারি থেকে আধার-যাচাইকরণ ছাড়া আর কোনওভাবেই অনলাইন ট্রেন টিকিট বুক করা যাবে না। অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড (ARP) শুরুর দিনেই অনলাইন বুকিং সম্পূর্ণভাবে আধার-লিঙ্কড IRCTC অ্যাকাউন্টের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।

Advertisements

রেল সূত্রে স্পষ্ট করা হয়েছে, ১২ জানুয়ারি, ২০২৬ থেকে আধার আইডি ছাড়া কোনও অনলাইন সংরক্ষিত টিকিট বুক করা সম্ভব হবে না। তবে এই নিয়ম শুধুমাত্র অনলাইন বুকিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে আগের মতোই বিদ্যমান প্রক্রিয়া বজায় থাকবে।

   

ধাপে ধাপে কার্যকর হবে নতুন নিয়ম

যাত্রীদের প্রস্তুতির সুযোগ দিতে নতুন ব্যবস্থাটি ধাপে ধাপে চালু করা হচ্ছে—

২৯ ডিসেম্বর, ২০২৫ থেকে অগ্রিম রিজার্ভেশনের প্রথম দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেবলমাত্র আধার-যাচাইকৃত IRCTC ইউজাররাই অনলাইনে টিকিট বুক করতে পারবেন।

৫ জানুয়ারি, ২০২৬ থেকে এই সময়সীমা বাড়িয়ে করা হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা।

এবং ১২ জানুয়ারি, ২০২৬ থেকে উদ্বোধনের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা—সারা দিনের অনলাইন বুকিং শুধুমাত্র আধার-লিঙ্কড অ্যাকাউন্টের মাধ্যমেই সম্ভব হবে।

অর্থাৎ যাঁদের IRCTC অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত নয়, তাঁরা কার্যত অনলাইন বুকিং ব্যবস্থার বাইরে চলে যাবেন।

ভুয়ো অ্যাকাউন্টে রেলওয়ের কাঁচি Indian Railways new ticket booking rules

রেল আধিকারিকদের মতে, এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে ভুয়ো ও স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা অ্যাকাউন্টের বিস্তৃত নেটওয়ার্ক ভাঙার লক্ষ্য। ইতিমধ্যেই প্রায় ৩ কোটি ভুয়ো IRCTC অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি আরও ৩ কোটি অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে প্রায় ৬ কোটি ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে।

রেলের বক্তব্য, আধার-ভিত্তিক যাচাইকরণ চালু হলে প্রকৃত যাত্রীদের পরিচয় নিশ্চিত করা যাবে এবং জাল প্রোফাইল ব্যবহার করে একাধিক টিকিট কেটে নেওয়ার প্রবণতা কার্যত রোধ করা সম্ভব হবে।

বুকিং সময়সূচীতেও বড়সড় বদল

নতুন নিয়মের সঙ্গে সঙ্গে অনলাইন টিকিট বুকিংয়ের সময়সূচীতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ২৯ ডিসেম্বর, ২০২৫-এর পর থেকে যাত্রীরা কেবল সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত অনলাইনে টিকিট বুক করতে পারবেন—তাও শুধুমাত্র আধার-যাচাইকৃত IRCTC অ্যাকাউন্টের মাধ্যমে।

একই সঙ্গে রিজার্ভেশন চার্ট প্রকাশের সময়ও এগিয়ে আনা হচ্ছে—

ভোর ৫:০১ থেকে দুপুর ২:০০ পর্যন্ত চলাচলকারী ট্রেনগুলির প্রথম চার্ট আগের দিন রাত ৮টার মধ্যেই প্রস্তুত করা হবে।

দুপুর ২:০১ থেকে রাত ১১:৫৯ এবং রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাচলকারী ট্রেনগুলির ক্ষেত্রে প্রথম চার্ট সাধারণত যাত্রার অন্তত ১০ ঘণ্টা আগে প্রকাশ করা হবে।

এর ফলে যাত্রীরা অনেক আগেই নিজেদের টিকিট কনফার্মেশন স্ট্যাটাস সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

ARP কী এবং কেন গুরুত্বপূর্ণ

অগ্রিম রিজার্ভেশন পিরিয়ড বা ARP হল সেই সময়সীমা, যার মধ্যে যাত্রীরা আগাম ট্রেন টিকিট কাটতে পারেন। আগে এই সময়সীমা ছিল ১২০ দিন, যা বর্তমানে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। পাশাপাশি আধার যাচাইকরণের সময়সীমাও পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে প্রকৃত যাত্রীদের জন্য বুকিং প্রক্রিয়া আরও মসৃণ হয়।

যাত্রীদের জন্য রেলের বার্তা

রেল কর্তৃপক্ষ যাত্রীদের দ্রুত তাঁদের IRCTC অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দিয়েছে। তা না হলে ২০২৬ সালের জানুয়ারি থেকে অনলাইন টিকিট বুকিংয়ে সমস্যায় পড়তে হতে পারে।

রেলওয়ের দাবি, এই সিদ্ধান্ত শুধু জালিয়াতি রুখবে না, বরং অনলাইন রিজার্ভেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াবে, প্রকৃত যাত্রীদের টিকিট পাওয়ার সুযোগ নিশ্চিত করবে এবং সামগ্রিকভাবে ভারতীয় রেলের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করবে।

Advertisements