HomeBharat৫ লক্ষ চাকরি দিয়েছে মোদী সরকার, দাবি রেলমন্ত্রী অশ্বিনীর

৫ লক্ষ চাকরি দিয়েছে মোদী সরকার, দাবি রেলমন্ত্রী অশ্বিনীর

- Advertisement -

একের পর রেল দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি উঠেছে। রেলের শূন্যপদ নিয়েও সরব হয়েছেন অনেকে। এই মুহূর্তে রেলে ফাঁকা পড়ে (Indian Railways) কয়েক লক্ষ শূন্যপদ। আর এহেন পরিস্থিতিতে বড় তথ্য সামনে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সংসদে বক্তৃতা দেওয়ার সময় রেলমন্ত্রী দাবি করেছেন, এনডিএ আমলে ইউপিএর তুলনায় বেশি রেলে (Indian Railways) চাকরির সংখ্যা বেশি।

রেলমন্ত্রী বলেন, আমরা যদি রেলে নিয়োগের কথা বলি – ইউপিএ আমলে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত রেলে মাত্র ৪.১১ লক্ষ কর্মচারী নিয়োগ করা হয়েছিল, যেখানে ২০১৪ থেকে ২০২৪ – এনডিএ জমানার ১০ বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫.০২ লক্ষ।

   

অশ্বিনী বৈষ্ণবের কথায়, বছরের পর বছর ধরে যা চাহিদা ছিল – রেলওয়ে নিয়োগের জন্য একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরি করা, আমরা ২০২৪ সালের জানুয়ারিতে এটি ঘোষণা করেছি। যে যুবকরা রেলে আসার জন্য কঠোর পরিশ্রম করেন, এখন তাদের জন্য শূন্যপদ বছরে চারবার আসে – জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে। এখনও ৪০,৫৬৫ টি শূন্যপদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে যা পূরণ করতে হবে।

লুকিয়ে রাখা লক্ষ লক্ষ টাকার নোট! দোকানে ঢুকতেই ‘থ’ খোদ ED

এদিকে দেশজুড়ে নন এসি কোচের ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। আগামী কয়েক মাসে প্রায় ২৫০০ নন এসি কোচ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার জেনারেল কোচের ঘাটতির কথা স্বীকার করে নেন। একই সঙ্গে তিনি জানান, চাহিদা মেটাতে সরকার পর্যাপ্ত সংখ্যক নন এসি কোচ তৈরির পরিকল্পনা করেছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, স্লিপার ও নন-রিজার্ভড সহ ট্রেনে সাধারণ কোচের অনুপাত দুই-তৃতীয়াংশ। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আর এক-তৃতীয়াংশ হল এসি কোচ – এটাই কম্পোজিশন এবং সেটা বজায় রাখা হয়েছে। তবে সাধারণ কোচের চাহিদা বাড়তে থাকায় আমরা আগামী কয়েক মাসের মধ্যে আড়াই হাজার কোচ তৈরির কাজ হাতে নিয়েছি।

তফসিলি জাতি-উপজাতির মধ্যেও শ্রেণিবিভাজনে মান্যতা, সংরক্ষণ নিয়ে যুগান্তকারী সুপ্রিম নির্দেশ

বৈষ্ণব জানান, স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী প্রতিটি মেল ট্রেনে কমপক্ষে ৪টি সাধারণ কোচ থাকতে হবে। তিনি আরও জানান, ভবিষ্যতের জন্য রেল ১০ হাজার সাধারণ কোচ তৈরির কাজ হাতে নিয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular