এসি কোচে রঙিন ছোঁয়া, আর নয় ‘মর্গ’-এর মতো কামরা

জয়পুর: ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের আরামের অভিজ্ঞতা উন্নত করতে এবং কামরার অভ্যন্তরীণ পরিবেশে নতুনত্ব আনার উদ্দেশ্যে এক অভিনব পদক্ষেপ নিয়েছে। এবার থেকে এয়ার-কন্ডিশন্ড কামরায় যাত্রীরা পাবেন প্রিন্টেড ‘সাঙ্গানেরি’ ডিজাইনের কম্বল কভার, যা রাজস্থানের ঐতিহ্যবাহী হস্তশিল্পের প্রতীক।

Advertisements

জয়পুরের খাতিপুরা রেলওয়ে স্টেশনে এই বিশেষ প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জয়পুর-আসারওয়া এক্সপ্রেসের এসি কামরার যাত্রীদের জন্য এই নতুন কভার ব্যবস্থার পাইলট প্রকল্প চালু করা হয়েছে। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাত্রীদের আরাম, নান্দনিকতা এবং ‘ভোকাল ফর লোকাল’ মিশন— এই তিন লক্ষ্যেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

উদ্বোধনী অনুষ্ঠানে বৈষ্ণব বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ভারতীয় রেল আজ ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যাত্রীদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, দেশীয় উৎপাদন এবং স্বনির্ভরতার বার্তা দেওয়া আমাদের অঙ্গীকার।”

তিনি আরও জানান, “ভারতের অর্থনীতি দ্রুতগতিতে এগোচ্ছে, যা রেল অবকাঠামো ও যাত্রী সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত ট্রেন, মোবাইল উৎপাদন থেকে রেলসেবা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের ছাপ স্পষ্ট।”

Advertisements

এই পদক্ষেপ প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশ ব্যবহারকারী প্রশংসা করেছেন ভারতীয় রেলের এই উদ্যোগের। একজন এক্স (X) ব্যবহারকারী লিখেছেন, “অবশেষে রেলওয়ে আমার কথা শুনল! ধন্যবাদ সুন্দর কম্বল আনার জন্য।” অন্য একজন মন্তব্য করেছেন, “এখন অন্তত এসি কামরাগুলো morgue-এর মতো লাগবে না!”

এদিন রেলমন্ত্রী উত্তর-পশ্চিম রেলওয়ে জোনের অধীনে ৬৫টি স্টেশনে একাধিক যাত্রী সুবিধার উদ্বোধন করেন। এর মধ্যে নতুন প্ল্যাটফর্ম, সম্প্রসারিত প্ল্যাটফর্ম, এবং ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।

রেলমন্ত্রকের দাবি, এই পদক্ষেপ ভারতীয় রেলের “স্মার্ট ট্রান্সফরমেশন”-এর অংশ, যা আগামী দিনে যাত্রী পরিষেবায় আরও ইতিবাচক পরিবর্তন আনবে।