গন্ধ মোকাবিলা করতে আইওটি ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করল ভারতীয় রেল

রেল যাত্রার সময় যাত্রীদের বিভিন্ন সমস্যার পাশাপাশি ট্রেনের শৌচাগারের দুর্গন্ধে বিরক্ত হোয়ে ওঠেন যাত্রীরা। তবে এবার সেই দুর্গন্ধ দূর করতেই রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।…

indian railways

রেল যাত্রার সময় যাত্রীদের বিভিন্ন সমস্যার পাশাপাশি ট্রেনের শৌচাগারের দুর্গন্ধে বিরক্ত হোয়ে ওঠেন যাত্রীরা। তবে এবার সেই দুর্গন্ধ দূর করতেই রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সেই কারণেই রেলের পক্ষ থেকে জানানো হয়েছে সেই সকল শৌচাগারগুলির রিয়েল টাইম পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণের জন্য পূর্ব রেল আইওটি ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে। জানা গিয়েছে মধ্য রেলওয়ের (মুম্বাই জোন) কয়েকটি স্টেশন টয়লেটে এই সিস্টেমের ‘-এর ফিল্ড ট্রায়াল করতে চলেছে।

পাশাপাশি হাওড়া ডিভিশনের ৩টি ট্রেন, শিয়ালদহ ডিভিশনের ৩টি ট্রেন, আসানসোল ডিভিশনের ২টি ট্রেন এবং মালদহ ডিভিশনের ২টি ট্রেনে গন্ধভেদ ডিভাইস দিয়ে ফিল্ড ট্রায়াল হবে বলে জানানো হয়েছে রেল সূত্রে। এই উণ্ণত ডিভাইসটি ট্রেনের টয়লেটের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি অবস্থার অবনতির ক্ষেত্রে একটি সংকেত তৈরি করে এবং মনোনীত ব্যক্তিকে এসএমএস এবং ওয়েব ভিত্তিক সংকেত প্রেরণ করে যার ভিত্তিতে অন্ বোর্ড হাউস কিপিং কর্মীরা সেই মুহূর্তে নির্দিষ্ট টয়লেটের সামনে উপস্থিত হবেন।এই আইওটি ভিত্তিক বৈদ্যুতিন ডিভাইসটি দুর্গন্ধ,মোট উদ্বায়ী জৈব যৌগ ,তাপমাত্রা এবং আর্দ্রতা পর্যবেক্ষণ করতে সক্ষম। এছাড়াও দুর্গন্ধ মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম।

   

এই যন্ত্রটিতে ব্যবহৃত গন্ধ সেন্সর অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, মিথেন, ট্রাইমিথাইল অ্যামাইন, মিথাইল মারক্যাপ্টান, ইথানল ইত্যাদি শনাক্ত করে। তাপমাত্রা এবং আর্দ্রতা ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যন্ত্রটি। ‘গন্ধভেদ’ যন্ত্রটি বিভিন্ন প্যারামিটারকে পর্যবেক্ষণ করে। তবে সফল ফিল্ড ট্রায়ালের পরে, ট্রেনের শৌচাগারগুলির স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণের জন্য পূর্ব রেল এই বিশেষ পদ্ধতিকে ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করছে।