Indian Railways: ট্রেনে তো চড়েন, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?

লোকাল বা EMU, DEMU ট্রেনে রোজ চড়েন, দেখেছেন ওইসব ট্রেনের কামরার নানা চিহ্ন থাকে। সব থেকে বেশি দেখা যায় হলুদের উপর নানা রঙের ডোরাকাটা দাগ।…

indian railways colored stripes know reasons , ট্রেনে তো চড়ে, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?

লোকাল বা EMU, DEMU ট্রেনে রোজ চড়েন, দেখেছেন ওইসব ট্রেনের কামরার নানা চিহ্ন থাকে। সব থেকে বেশি দেখা যায় হলুদের উপর নানা রঙের ডোরাকাটা দাগ। জানেন কেন এরকম করা হয়? আসলে এইসব ডোরাকাটা দাগের (স্ট্রাইপ) নেপথ্যে রয়েছে যাত্রীদের উদ্দেশে ভারতীয় রেলের নানা সংকেত। রইল সেরকমই বেশ কয়েকটি সংকেতের বিষয়…

কামরা বাইরের দিকে হলুদ স্ট্রাইপ

   

আইসিএফ কোচে বগির শেষে বাইরের দিকে হলুদ স্ট্রাইপ দেওয়া থাকে। এর মানে হল, এটি একটি সাধারণ অসংরক্ষিত কামরা (জেনারেল আনরিজার্ভড)। যদি এই চিহ্ন দেখে নেন, তাহলে খুব সহজেই বুঝে নিতে পারেন এটি একটি জেনারেল কামরা।

নীল কামরায় সাদা স্ট্রাইপ দেওয়া

অনেক সময় দেখা যায়, কামরার শুরুতে নীল সাদা স্ট্রিপ থাকে। এর মানে, একটি সাধারণ (জেনারেল) কামরা।

EMU/DEMU ট্রেনে সবুজ স্ট্রাইপ

EMU বা DEMU ট্রেনে যদি সবুজ স্ট্রাইপ থাকে, তাহলে বুঝতে হবে ওই কামরাটি মহিলাদের জন্য (লেডিস কম্পার্টমেন্ট) সংরক্ষিত। তবে, এই রঙের প্যাটার্নগুলি শুধুমাত্র মুম্বই ও পশ্চিম রেলওয়েতে নতুন অটো ডোর ক্লোজিং EMU-এর জন্য তৈরি করা হয়েছে।

EMU/DEMU ট্রেনে লাল রঙের স্ট্রাইপ

এছাড়া অনেক সময় EMU বা DEMU ট্রেনেও লাল রঙের স্ট্রাইপ দেখা যায়। এটিকে বলা হয় প্রথম শ্রেণির কামরা (ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট)।

নীল বগিতে হলুদ স্ট্রাইপ

নীল বগিতে হলুদ স্ট্রাইপ থাকলে বোঝায় সেটি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য।

অনেক সময় ভিড় ট্রেনে কোনটি কোন কামরা তা বোঝা যায় না। এই স্ট্রাইপগুলি থাকলে তা দেখে খুব সহজেই কামরা শনাক্ত করা যায়। এছাড়া স্ট্রাইপগুলি ট্রেনের কামরাগুলোকে সুন্দর ভাবে দৃষ্টিনন্দন করে তুলেছে।

আরও পড়ুন- Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন ভারতীয় রেলের কোচ আর বগির পার্থক্য?

আরও পড়ুন- Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন দিনের কোন সময় TTE রেলের টিকিট চেক করেন না?

আরও পড়ুন- আরও পড়ুন- Difference Between TTE And TC in Indian Railways: ট্রেনের টিকিট পরীক্ষাই কাজ, তাহলে ভারতীয় রেলের TTE ও TC-র পার্থক্য কী?