ভারতীয় রেলে রেলে ত্রাহি ত্রাহি রব। মন্ত্রকের পকেট গড়ের মাঠ! চোরেদের উৎপাতে জেরবার অবস্থা। কিছুতেই রোখা যাচ্ছে না চুরি। তাই চুরি রুখতেই এবার কড়া পদক্ষেপ করতে চলেছে রেল কর্তৃপক্ষ।
ট্রেনের এসি কামরা থেকে চুরি প্রতিনিয়ত চুরি হচ্ছে তোয়ালে। সংখ্যা জানলে চক্ষুচড়ক হতে বাধ্য। রেলের তরফে দেওয়া পরিসংখ্যান অনুসারে, রাজধানী এক্সপ্রেসের দিল্লি-মুম্বই রুটেই বিগত ১৫ দিনে ৫০০টির বেশি তোয়ালে চুরি হয়ে গিয়েছে। বছরের হিসাব ধরলে অঙ্ক লাখ পার করে দেবে।
রথযাত্রায় বাম্পার সুযোগ, ভারতীয় রেলের জোড়া স্পেশাল ট্রেন! কোথা থেকে কোথায় যাবে?
তোয়ালে চুরি রুখতে তাই রেলের কর্মীরা এবার ভিডিও রেকর্ডিং ব্যবস্থা শুরু করছে। প্রয়োজনে প্রমাণ হিসাবে পেশ করা হবে ওই ভিডিও। এছাড়াও সিদ্ধান্ত হয়েছে যে, এবার থেকে কোনও সিট থেকে তোয়ালে না পাওয়া গেলে, ওই আসনের যাত্রীকেই প্রথমে জিজ্ঞাসাবাদ করবে রেল কর্তৃপক্ষ। সম্প্রতিই দিল্লি-মুম্বই রাজধানী এক্সপ্রেসের সেকেন্ড ক্লাস এসিতে তোয়ালে উধাও হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে এক যাত্রীর ব্যাগ পরীক্ষা করা হয়। তখনই ওই ব্যাগের ভিতর থেকে বেরয় রেলের ৫টি তোয়ালে!
এমন পরিস্থিতি যাতে না হয়, তাই ভারতীয় রেলের তরফে যাত্রীদের অনুরোধ, ট্রেনে সফরের সময়ই যাত্রীদের যে তোয়ালে ব্যবহারের জন্য দেওয়া হয় তা যেন তারা বাড়ি না নিয়ে যান।
এই পরীক্ষার প্রিলিমস পাস করলেই ১০০০০০ টাকা দেবে মোদী সরকার