HomeBharatযুগান্তকারী উদ্যোগ, দূরপাল্লার যাত্রীদের জন্য বিরাট উপহার রেলের

যুগান্তকারী উদ্যোগ, দূরপাল্লার যাত্রীদের জন্য বিরাট উপহার রেলের

- Advertisement -

দেশজুড়ে নন এসি কোচের ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ করল ভারতীয় রেল (Indian Railways)। আগামী কয়েক মাসে প্রায় ২৫০০ নন এসি কোচ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার জেনারেল কোচের ঘাটতির কথা স্বীকার করে নেন। একই সঙ্গে তিনি জানান, চাহিদা মেটাতে সরকার পর্যাপ্ত সংখ্যক নন এসি কোচ তৈরির পরিকল্পনা করেছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, স্লিপার ও নন-রিজার্ভড সহ ট্রেনে সাধারণ কোচের অনুপাত দুই-তৃতীয়াংশ। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আর এক-তৃতীয়াংশ হল এসি কোচ – এটাই কম্পোজিশন এবং সেটা বজায় রাখা হয়েছে। তবে সাধারণ কোচের চাহিদা বাড়তে থাকায় আমরা আগামী কয়েক মাসের মধ্যে আড়াই হাজার কোচ তৈরির কাজ হাতে নিয়েছি।

   

বৈষ্ণব জানান, স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী প্রতিটি মেল ট্রেনে কমপক্ষে ৪টি সাধারণ কোচ থাকতে হবে। তিনি আরও জানান, ভবিষ্যতের জন্য রেল ১০ হাজার সাধারণ কোচ তৈরির কাজ হাতে নিয়েছে।

অমিত শাহ’কে ঘুরিয়ে মিথ্যাবাদী বললেন কেরলের মন্ত্রী, সাফ দাবি- ওয়ানাডে ভূমিধসে সতর্ক করা হয়নি

সম্প্রতি বারবার ট্রেন দুর্ঘটনার ঘটনায় রেলমন্ত্রীর দিকে আঙুল উঠেছে। এদিন তিনি বলেন, সরকার আরও ৫০টি ‘অমৃত ভারত’ ট্রেন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। অমৃত ভারত ট্রেনে ১০০০ কিলোমিটার যাত্রা করতে মাত্র ৪০০-৪৫০ টাকা খরচ হয়। চলতি বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি অমৃত ভারত ট্রেন, মালদহ-বেঙ্গালুরু এবং দ্বারভাঙ্গা-দিল্লি চালু করেছিলেন।

রেলমন্ত্রীর মতে, মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের সুবিধা-অসুবিধার বিষয়টি মাথায় রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণেই নন এসি কোচ তৈরিতে জোর দেওয়া হচ্ছে। বন্দে ভারতের দাবি জানানোয় বিরোধী নেতাদের ধন্যবাদও জানান তিনি।

তফসিলি জাতি-উপজাতির মধ্যেও শ্রেণিবিভাজনে মান্যতা, সংরক্ষণ নিয়ে যুগান্তকারী সুপ্রিম নির্দেশ

চলতি বছরের শুরুর দিকে রেলের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বেশ কিছু যাত্রী। তাঁদের অভিযোগ ছিল, কনফার্মড টিকিট থাকা সত্ত্বেও এসি কামরায় ভ্রমণ করতে পারেননি তাঁরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular