বন্দে ভারতে টিকিট কাটার নতুন নিয়ম: স্টেশনে আসার ১৫ মিনিট আগেও মিলবে টিকিট!

বন্দে ভারতের (Vande Bharat) মতো আধুনিক ও উচ্চগতির ট্রেন পরিষেবায় টিকিট কাটতে গিয়ে যাত্রীরা অনেক সময়ই সমস্যায় পড়েন। তাড়াহুড়ো করে স্টেশনে এসে টিকিট না পেলে…

Indian Railway Vande Bharat

বন্দে ভারতের (Vande Bharat) মতো আধুনিক ও উচ্চগতির ট্রেন পরিষেবায় টিকিট কাটতে গিয়ে যাত্রীরা অনেক সময়ই সমস্যায় পড়েন। তাড়াহুড়ো করে স্টেশনে এসে টিকিট না পেলে সেই যাত্রা আর সম্ভব হয় না। কিন্তু এবার সেই অসুবিধা দূর করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল।

নতুন নিয়ম অনুযায়ী, স্টেশনে যাত্রার ১৫ মিনিট আগেও টিকিট কাটা যাবে, তবে শুধুমাত্র নির্দিষ্ট আটটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে। সাউদার্ন রেলওয়ের অধীনে পরিচালিত এই ট্রেনগুলির জন্য রেল একটি বিশেষ ব্যবস্থা আনছে। এই নতুন নিয়মে বলা হয়েছে, যে আসনগুলি বুকিং শেষ হওয়ার পরেও ফাঁকা থাকবে, সেগুলি যাত্রার ১৫ মিনিট আগেও যাত্রীরা বুক করতে পারবেন।

   

কোন কোন ট্রেনে মিলবে এই সুবিধা?
নিচের আটটি ট্রেনেই আপাতত এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে:

ম্যাঙ্গালুরু সেন্ট্রাল – তিরুঅনন্তপুরম সেন্ট্রাল বন্দে ভারত

তিরুঅনন্তপুরম সেন্ট্রাল – ম্যাঙ্গালুরু সেন্ট্রাল বন্দে ভারত

চেন্নাই এগমোর – নাগেরকয়েল বন্দে ভারত

নাগেরকয়েল – চেন্নাই এগমোর বন্দে ভারত

কোয়েম্বাটোর – বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত

Advertisements

ম্যাঙ্গালোর সেন্ট্রাল – ম্যাডগাঁও বন্দে ভারত

মাদুরাই – বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত

ড. এমজিআর চেন্নাই সেন্ট্রাল – বিজয়ওয়াড়া বন্দে ভারত

এই নতুন নিয়ম কার্যকর করতে গেলে রেলের প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেম (PRS)-এ কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিস্টেম আপডেট করে এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে ট্রেন ছাড়ার আগে পর্যন্ত ফাঁকা আসনগুলির তথ্য আপডেট থাকে এবং সহজে টিকিট বুকিং সম্ভব হয়।

রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের সুবিধা অনেকটাই বাড়বে। কারণ অনেক সময় শেষ মুহূর্তে পরিকল্পনা বদল হয় কিংবা হঠাৎ যাত্রার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে সাধারণ ট্রেনের মতো বন্দে ভারত থেকেও এখন টিকিট পাওয়া সম্ভব হবে। একইসঙ্গে রেলের রাজস্বও বাড়বে কারণ অনেক সময় ফাঁকা আসন নিয়েই ট্রেন ছাড়ে।

সাউদার্ন রেলওয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “এই পদক্ষেপ যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধাকে কেন্দ্র করেই নেওয়া হয়েছে। ফাঁকা আসনগুলিকে কার্যকরভাবে ব্যবহার করতেই এই ব্যবস্থা।”

সূত্রের খবর, এই পাইলট প্রকল্প সফল হলে দেশের আরও অন্যান্য রেল জোনে এবং অন্যান্য বন্দে ভারত ট্রেনগুলিতেও এই সুবিধা চালু হতে পারে। রেল মন্ত্রকের এক আধিকারিক বলেন, “এটা কেবল শুরু। আমরা পরবর্তী ধাপে দেশের অন্যান্য হাই-ডিমান্ড বন্দে ভারত রুটেও এই পরিষেবা শুরু করার পরিকল্পনা করছি।”